ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ

ছবি: ক্রিকফ্রেঞ্জি

শ্রীলঙ্কা থেকে ফিরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দেশের মাটিতে ভারতের বিপক্ষেও সাদা বলের সিরিজ খেলার কথা ছিল লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের। তবে এবছর বাংলাদেশ সফরে আসছে না ভারত। যার ফলে আগষ্ট মাসের পুরোটা সময় কোন সিরিজ খেলা হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারদের।
টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস
৪৯ মিনিট আগে
টানা সিরিজ থাকায় ক্রিকেটারদের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করার সুযোগ হয়ে উঠে না কোচিং স্টাফের। এমন অবস্থায় আগষ্টের ফাঁকা সময় কাজে লাগিয়ে ক্রিকেটারদের নিয়ে কাজ করতে চান ফিল সিমন্স। কদিন আগে আমিনুল ইসলাম বুলবুলও নিশ্চিত করেছেন, বাংলাদেশের প্রধান কোচই নাকি এই সময়ে নতুন করে সিরিজ চাননি। কোন দ্বিপাক্ষিক সিরিজ না থাকায় নিজেদের মধ্যে ম্যাচও খেলবেন লিটনরা।

পুরনো পরিকল্পনা নিয়ে নাজমুল আবেদীন বলেন, ‘আমরা ভেবেছিলাম, ওই সময়টায় আমরা নিজেদের মধ্যে কিছু ম্যাচের আয়োজন করতে পারি কি না। এর আগেও আমরা এ রকম করেছি। ‘এ’ দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। সে রকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।’
ভারতকে হারানোর পর পয়েন্টও হারাল ইংল্যান্ড
৮ ঘন্টা আগে
শুরুতে ‘এ’ দলের সঙ্গে সিরিজ খেলার পরিকল্পনা থাকলেও নতুন কিছুও ভাবনা রাখছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, তারা চেষ্টা করছেন দেশের বাইরে সিরিজ আয়োজন করতে পারেন কিনা। তবে কোন ক্রমে কোন দেশকে সিরিজ খেলাতে রাজি করাতে না পারলেও নিজেদের মধ্যে আন্তঃস্কোয়াড ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।
এ প্রসঙ্গে নাজমুল আবেদীন বলেন, ‘এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না বা বাইরে কোথাও গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না, কোনো সুযোগ পাওয়া যায় কি না। সে জিনিসগুলো আমরা দেখছি। যদি সুযোগ না হয়, তাহলে আমরা নিজেদের মধ্যে হয়তো খেলব।’