মানকড়ের ঘোর বিরোধী ওয়ালশ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ মানকড় আউটের ঘর বিরোধীতা করেছেন। মানকড় আউট নয়, খেলোয়াড়ি মনোভাবকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।
খেলার মাঠে জয় পরাজয়ের ঊর্ধ্বে খেলোয়াড়ি মনোভাবকে রাখবেন এই ক্যারিবিয়ান কিংবদন্তী, সেটা যে কোন মূল্যেই।

'খেলায় সবার ওপরে থাকবে খেলোয়াড়ি মনোভাব। এখনও ক্রিকেট খেললে আমি সেই খেলোয়াড়ি মনোভাব দেখিয়েই খেলতাম। এর কোনও নড়চড় হতে দিতাম না,' আনন্দবাজারকে বলেছেন কোর্টনি ওয়ালশ।
কোর্টনি ওয়ালশ ১৯৮৭ বিশ্বকাপে ইমরান খানের পাকিস্তানের বিরুদ্ধে মানকড় আউট করার সুযোগ পেয়েও আউট করেননি। টান টান উত্তেজনার ম্যাচে বিশ্বকাপের মত বড় মঞ্চে পাকিস্তানি ব্যাটসম্যান সেলিম জাফরকে মানকড় আউট করেন নি তিনি।
পাকিস্তান শেষ পর্যন্ত ম্যাচ জয় করে এবং ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ হয়। বিশ্বকাপের মত বড় মঞ্চে সালিম জাফরকে আউট করার সুযোগ হাতছাড়া করা নিয়ে একটুও আক্ষেপ নেই ওয়ালশের।
'এখনও এতটুকু আক্ষেপ নেই। বরাবর বিশ্বাস করেছি, অসৎ ভাবে বা অখেলোয়াড়ি মনোভাব দেখিয়ে খেলার মাঠে জয় করা যায় না। এখনও তাই মনে করি। লাহোরে সে দিন শেষ বলে সেলিম জাফরকে রান আউট করিনি বলে অনুশোচনা হয় না। এখনও মনে করি, ঠিক কাজ করেছিলাম।'