তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি
নটিংহ্যামে ঐতিহাসিক টেস্টে মাঠে নেমেছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। এদিন টস ছাড়া আর কোনো কিছুই যেন পক্ষে যায়নি জিম্বাবুয়ের। বল হাতে এদিন হাত খুলে রান দিয়েছেন তাদের বোলাররা। ইংল্যান্ডের ব্যাটাররাই পুরোদিন রাজত্ব করেছেন। শুরু থেকেই ওয়ানডে ঘরানার ব্যাটিং করেছেন ওপেনার বেন ডাকেট। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন জ্যাক ক্রলিও।

promotional_ad

এই দুজনের ব্যাটে ভর করে ৩ উইকেটে ৪৯৮ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ফলে চারদিনের টেস্টে প্রথম দিন শেষেই যে ইংল্যান্ডের হাতে ম্যাচের ছড়ি তা বলার অপেক্ষা রাখে না। ২০ চার ও ২ ছক্কায় ১৩৪ বলে ১৪০ রানের ইনিংস খেলেছেন ডাকেট। তিনি ক্রলিকে নিয়ে গড়েছেন ২৩১ রানের ওপেনিং জুটি।


আরো পড়ুন

দ্রাবিড়কে ছাড়িয়ে ক্রিম্পস অ্যান্ড পপ কেনার পেন্স ও স্লিপ ফিল্ডিং শুরুর গল্প শোনালেন রুট

১২ জুলাই ২৫
বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কারুন নায়ারের দুর্দান্ত ক্যাচ নিয়ে রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন জো রুট

ডাকেটের আউটে ভেঙেছে এই জুটি। ওয়েলসলি মাধেভেরের বলে কাভারে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার। দ্বিতীয় উইকেটে আরেকটি দারুণ জুটি গড়েন ক্রলি ও অলি পোপ। তাদের ১৩৭ রানের জুটি ভাঙেন সিকান্দার রাজা। ক্রলি আউট হয়েছেন ১৭১ বলে ১২৪ রান করে।


promotional_ad



আরো পড়ুন

আক্ষেপ আর গর্বের অদ্ভুত অনুভূতি টের পাচ্ছেন গিল

৫ ঘন্টা আগে
শুভমান গিল, ফাইল ফটো

এরপর অবশ্য বেশিক্ষণ টেকেননি ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান জো রুট। অবশ্য এদিন টেস্টে ১৩ হাজার রানের মাইলফলক পার করেছেন সাবেক ইংলিশ এই দলপতি। মাইলফলক ছুঁয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বাড়তি বাউন্সে পুল করে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ব্যক্তিগত ৩৪ রানে।


ব্যক্তিগত ২৮ রানের সময় ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্টে ১৩ হাজার রান ছুঁয়ে ফেলেন রুট। বাকি সময়টায় ইংল্যান্ডকে আর বেগ পেতে দেননি অলি পোপ ও হ্যারি ব্রুক। পোপ দেড়শ পূর্ণ করেন ১৪২ বলে। দিন শেষে তিনি ১৬৩ বলে ১৬৯ রান করে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক ব্রুক। তিনি অপরাজিত ১৮ বলে ৯ রান করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball