promotional_ad

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ‘উচ্ছ্বসিত’ সাকিব

লাহোর কালান্দার্সের জার্সিতে সাকিব আল হাসান
পিএসএলের দল লাহোর কালান্দার্স যেন এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। দলটির হয়ে খেলছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। রিশাদ হোসেন, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। পিএসএসলের শুরু থেকেই রিশাদ ছিলেন লাহোর দলে। পারফর্ম করেছেন তিনি। তবে ভারত ও পাকিস্তান সংঘাতের পর জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সিরিজে খেলেছেন তিনি।

promotional_ad

সিরিজ শেষে আবারও যুক্ত হয়েছেন লাহোর দলের সঙ্গে। অন্যদিকে সাকিব পিএসএলে যোগ দিয়েছেন চোটের কারণে ছিটকে যাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে। মিরাজ সুযোগ পেয়েছেন সিকান্দার রাজার বদলি হিসেবে। যদিও এলিমিনেটরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছিলেন শুধু সাকিবই।


আরো পড়ুন

সাকিবের এক উইকেট, ফখর-শফিকের ব্যাটে ফাইনালের আরও কাছে লাহোর

১৭ ঘন্টা আগে
বল হাতে এক উইকেট নিয়েছেন সাকিব আল হাসান

এদিন এক ওভার বোলিং করে সাকিব নেন একটি উইকেট। খরচ করেন মোটে ৪ ওভার। তবে ম্যাচের পরিস্থিতির কারণে তিনি আর বোলিংয়ের সুযোগ পাননি। শেষ পর্যন্ত এমন ম্যাচেই করাচিকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে লাহোর। শুক্রবারই তারা আবার মাঠে নামতে চলেছে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।


পিএসএলে খেলতে থাকা সাকিব সম্প্রতি কথা বলেছেন পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজের সঙ্গে। জানিয়েছেন শাহীন আফ্রিদি-হারিস রউফদের বিপক্ষে খেললেও এবারই প্রথমবার তার সুযোগ হয়েছে এই পাকিস্তানি তারকাদের সঙ্গে খেলার। নিজ দলের বেশ প্রশংসাও করেছেন তিনি।


promotional_ad

সাকিব বলেন, ‘পিএসএলে খেলাটা সবসময়ই উপভোগ করি। লিগের শুরু থেকেই আমি এর সঙ্গে যুক্ত ছিলাম, পরে আবার জালমির হয়ে খেলেছি। গত এক দশকে লিগটি যেভাবে এগিয়েছে, সেই অগ্রগতি আমি নিজের চোখে দেখেছি। এখানকার পরিবেশটা অসাধারণ। আমরা একে অপরের বিপক্ষে অনেকবার খেলেছি, কিন্তু এখন একসঙ্গে খেলছি — ফলে আমাদের মাঝে আরও ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। এটা সত্যিই দারুণ একটা অভিজ্ঞতা।'


আরো পড়ুন

সাকিব-মিরাজের সঙ্গে পিএসএল খেলতে ফের পাকিস্তানে রিশাদ

২২ মে ২৫
সাকিব-মিরাজের সঙ্গে পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছেছেন রিশাদ হোসেন, ফেসবুক থেকে নেয়া

গেল ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষে লাহোরের প্লে-অফ নিশ্চিতের ম্যাচ দিয়ে দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব। দীর্ঘদিন পর মাঠে ফিরে সাকিব স্বীকার করে নিয়েছেন ম্যাচের সঙ্গে মানিয়ে নেয়া বেশ কঠিন। তবে নিজের ফর্ম নিয়ে আশবাদী তিনি।


সাকিব বলেন, 'বিরতির পর মাঠে ফেরা সত্যিই রোমাঞ্চকর, কিন্তু শরীরকে মানিয়ে নিতে কিছুটা সময় দরকার হয়। শুরুতে একটু অস্বস্তি অনুভব করছিলাম, তবে প্রথম ম্যাচের পর থেকেই মনে হচ্ছে নিজেকে ভালোভাবে সামলে নিতে পেরেছি। আশা করি আগামীকালের ম্যাচে ভালো পারফরম্যান্স দিতে পারব।'


রাজনৈতিক পট পরিবর্তন ও বিভিন্ন পরিপ্রেক্ষিতে সাকিব বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না। আক্ষেপ থাকলেও এখন নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে বেড়াতে পারছেন তিনি। সামনে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে জানিয়ে সাকিব বলেন,


'আমি কয়েকটি চুক্তিতে সই করেছি, তাই আগামী কয়েক মাসে অবশ্যই আরও কয়েকটি লিগে খেলতে দেখা যাবে আমাকে।'


কদিন পরেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে বাংলাদেশ। সিরজটি শুরুতে পাঁচ ম্যাচের হলেও তা কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে। সাকিব আশাবাদী এই সিরিজে ভালো করতে পারবে বাংলাদেশ দল। সেই আশাবাদ নিয়ে তিনি বলেন, 'এটা নিঃসন্দেহে দারুণ একটা সিরিজ হবে। দুই দলেরই কিছু প্রতিভাবান তরুণ খেলোয়াড় আছে, যারা নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে আছে। আমি নিজেও সিরিজটা নিয়ে বেশ উচ্ছ্বসিত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball