ইংল্যান্ড সফরের বাংলাদেশ যুব দল ঘোষণা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
২০২৬ বিশ্বকাপের আগে মাঠের ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার ইংল্যান্ডে যাচ্ছে আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা। সেপ্টেম্বরে দুই সপ্তাহের সফরে ইংল্যান্ডে যাবেন বাংলাদেশের যুবারা।

promotional_ad

আসন্ন এই সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই সিরিজেও বাংলাদেশের যুবাদের নেতৃত্ব দেবেন আজিজুল। আর নিয়মিত ক্রিকেটারদের মধ্যে প্রায় সবাই আছেন। স্ট্যান্ডবাই পাঁচজন ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ।


আরো পড়ুন

ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপেই মূল চ্যালেঞ্জ দেখছেন হ্যাজেলউড

১৪ ঘন্টা আগে
জশ হ্যাজেলউড, ফাইল ফটো

স্ট্যান্ড বাই হিসেবে সুযোগ পেয়েছেন আহমেদ শহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শহরিয়ার আজমির, রাফি উজ্জামান রাফি ও মো. সবুজ। আগামী ৫ সেপ্টেম্বর লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম একদিনের ম্যাচ।


একই মাঠে ৭ সেপ্টেম্বর হবে দ্বিতীয় একদিনের খেলা। ব্রিস্টলের সিট ইউনিক মাঠে হবে তৃতীয় ম্যাচ, ১০ সেপ্টেম্বর। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর। শেষের দুই ম্যাচ হবে বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলে দেশে ফিরবেন বাংলাদেশের যুবারা।


বাংলাদেশ স্কোয়াড-


promotional_ad



আরো পড়ুন

এশিয়া কাপের আগে কাল শুরু বাংলাদেশের ‘প্রি টেস্ট’

১ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

জাওয়াদ আবরার,আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলীন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শহরিয়ার।


স্ট্যান্ড বাই-


আহমেদ শহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শহরিয়ার আজমির, রাফি উজ্জামান রাফি, মো. সবুজ


ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচিঃ—


ম্যাচতারিখভেন্যু
প্রথম একদিনের ম্যাচ৫ সেপ্টেম্বরলাফবোরো
দ্বিতীয় একদিনের ম্যাচ৭ সেপ্টেম্বরলাফবোরো
তৃতীয় একদিনের ম্যাচ১০ সেপ্টেম্বরব্রিস্টল
চতুর্থ একদিনের ম্যাচ১২ সেপ্টেম্বরবেকেনহাম
পঞ্চম একদিনের ম্যাচ১৪ সেপ্টেম্বরবেকেনহাম


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball