নেদারল্যান্ডসের ক্রিকেটারদের বিপিএলে দেখতে চান কুক

ডাচ ক্রিকেটারদের সঙ্গে কোচ রায়ান কুক, ক্রিকফ্রেঞ্জি
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ভীরে অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের কথাই ভুলে যান এখন। একই সময়ে অনেক দলের লিগ চলে। ফলে ক্রিকেটাররাও থাকেন ব্যস্ত সূচির মধ্যে দিয়ে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে প্রতিযোগীতা থাকে যত বেশি সম্ভব মান সম্পন্ন ক্রিকেটারকে নিজেদের লিগে টেনে নেয়ার।

promotional_ad

এই প্রতিযোগীতায় অনেকটাই পিছিয়ে থাকে বাংলাদেশ। অনেক সময় অনেক অখ্যাত ক্রিকেটারকে বিপিএলে খেলতে দেখা যায়। অনেকের নামও হয়তো শোনেননি দেশের ক্রিকেট ভক্তরা। এমন ক্রিকেটারও খেলতে আসেন তাদের পছন্দের ফ্র্যাঞ্চাইজির হয়ে। দর্শকদের বরাবরই আক্ষেপ থাকে বিশ্বের নামি দামি ক্রিকেটার না খেলায়।


আরো পড়ুন

এশিয়া কাপের আগে কাল শুরু বাংলাদেশের ‘প্রি টেস্ট’

১৯ মিনিট আগে
ক্রিকফ্রেঞ্জি

বিপিএলে এমন অখ্যাত ক্রিকেটারদের ভীরে নেদারল্যান্ডস বা আয়ারল্যান্ড থেকেও গুটিকয়েক ক্রিকেটার বিপিএলে খেলতে আসেন। তবে নেদারল্যান্ডস দলের প্রধান কোচ মনে করেন তারা যে মাপের দল তাদের আরও বেশি ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ পাওয়া উচিত। প্রতিভার বিচারে তাদের আরও বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সুযোগ পাওয়া উচিত।


promotional_ad

বাংলাদেশের বিপক্ষে শনিবার শুরু হচ্ছে নেদারল্যান্ডসের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়ে যদি ডাচ ক্রিকেটাররা বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নজর কাড়তে পারেন তাহলে মন্দ হয় না বলেও মনে করেন রায়ান কুক। তিনি আশাবাদী এমন সুযোগ হলে তার দলের ক্রিকেটাররা সেই সুযোগ লুফে নেবেন।


আরো পড়ুন

জিততে পারব না মনে করলে বাংলাদেশে আসতাম না: রায়ান কুক

৩ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

তিনি আক্ষেপের সুরে বলেছেন, 'আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হই যখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আসে এবং নেদারল্যান্ডসের বেশি খেলোয়াড়ের সুযোগ হয় না, যদিও আমাদের ফলাফল বেশ ভালো। তাই আমি মনে করি আমাদের খেলোয়াড়দের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ বাংলাদেশের বিপক্ষে বড় মঞ্চে তাদের দক্ষতা প্রদর্শনের এবং যদি এটি বিপিএলের দরজা খুলে দেয় তাহলে ছেলেরা সেটাই করবে।'


নেদারল্যান্ডস আইসিসির সহযোগী দেশ হওয়ায় পূর্ণ সদস্য দেশগুলোর তুলনায় খুব বেশি ম্যাচ খেলার সুযোগ আসে না তাদের। ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি পিছিয়ে যাওয়ায় নেদারল্যান্ড আমন্ত্রণ পায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার। এই সুযোগ তারা হারাতে চাননি বলে জানিয়েছেন কুক। বছরে তাদের ১২টি ম্যাচের বাধ্যবাধকতা রয়েছে। এর বাইরে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তাদের। কুক জানিয়েছেন তিনি তার দলের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে উৎসাহিত করেন।


কুক বলেন, 'আমাদের বছরে বাধ্যতামূলক মাত্র ১২টি ম্যাচ থাকে। এটাই সহযোগী ক্রিকেটের বাস্তবতা। তাই অন্য দেশে ক্রিকেট খেলার যেকোনো সুযোগ আমাদের দারুণ অভিজ্ঞতা দেয় এবং আমরা ছেলেদের উৎসাহিত করি যেকোনো ভেন্যুতে গিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে, যেখানে তারা সুযোগ পেতে পারে। আশা করি, ছেলেরা প্রমাণ করতে পারবে যে তারা বিশ্বমানের এবং বিপিএলের দলগুলো তাদের দলে নেবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball