মনোবিদ স্কটের বিকল্প খুঁজছে বিসিবি

ছবি: ফাইল ছবি

এশিয়া কাপে যাওয়ার আগে লিটন দাস, তানজিদ হাসান তামিমদের প্রস্তুতিতে যাতে কোনো ঘাটতি না থাকে সেটার জন্য সব চেষ্টাই করছে বিসিবি। ব্যাটারদের মারকাটারি ব্যাটিং শেখাতে কদিন আগেই পাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডকে নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। একই সময়ে মনোবিদ হিসেবে স্কটের চুক্তির কথাও জানায় তারা।
এশিয়া কাপের আগে কাল শুরু বাংলাদেশের ‘প্রি টেস্ট’
৫ ঘন্টা আগে
ক্রিকেটারদের আচরণগত পরিবর্তন ও পারফরম্যান্স উন্নতি করতেই স্পোর্টস সাইকোলজিস্টের সঙ্গে আলাপ এগিয়ে রাখে বিসিবি। তাসকিন আহমেদ ও লিটনদের সঙ্গে কাজ করতে বাংলাদেশকে কথাও দিয়েছিলেন তিনি। কয়েক সপ্তাহ আগে বাংলাদেশে আসার কথা থাকলেও এখনো পর্যন্ত আসতে পারেননি তিনি। ছুটি না পাওয়ায় স্কটের আসার সম্ভাবনাও ক্ষীণ।

বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) সঙ্গে কাজ করে যাওয়া এই মনোবিদ বর্তমানে কানাডার একটি বিশ্ব বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বিশ্ব বিদ্যালয় থেকে ছুটি না মেলায় আরেক দফায় ঢাকা ফেরা হচ্ছে না তাঁর। যদিও এশিয়অ কাপের পর বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। তবে বিসিবির চাওয়া এশিয়া কাপের আগে।
যার ফলে বিকল্প পথে হাঁটতে হচ্ছে দেশের ক্রিকেট বোর্ডকে। এ প্রসঙ্গে বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘সে যখন আসতে চাচ্ছে তখন জাতীয় দলের সঙ্গে তাঁর কোনো কাজ নেই। আমরা যখন তাঁকে চাচ্ছি তখন সে আসতে পারবে না। ছুটি পাচ্ছে না। তাঁর সঙ্গে এখন দেনদরবার চলছে। মনে হচ্ছে সম্ভাবনা কম।’
সাইকোলজিস্ট না পাওয়া গেলেও নিজেদের অন্যান্য স্কিল নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা। তিন সপ্তাহের অনুশীলন শেষে ৩০ আগষ্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। সিলেটে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।