বাংলাদেশের একশত
ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ২১১/১০ (৬১ ওভার) (তামিম- ৭৪, লিটন-৩৩; ওয়েগনার ৪/২৮, বোল্ট-৩/৩৮)
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ৪৩২/৬ ডিক্লে (৮৪.৫ ওভার) (টেইলর- ২০০, নিকোলস-১০৭; রাহি ৩/৯৪, তাইজুল-২/৯৯)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ১০৫/৩ (৩০ ওভার) (মিঠুন ২৯*, সৌম্য ২৮*; বোল্ট- ২/৩৮, হেনরি- ১/১৭)
বাংলাদেশের একশতঃ সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুনের ব্যাটে ওয়েলিংটন টেস্টের শেষ দিনটিতে কিছুটা ভালো শুরু পায় সফরকারী বাংলাদেশ। এরই মধ্যে দলকে শত রানের কোটা পার করিয়েছেন এই দুই ব্যাটসম্যান।
মিঠুন, সৌম্যর সাবধানী ব্যাটিংঃ ওয়েলিংটন টেস্টের শেষ দিন কিছুটা সাবধানী ভঙ্গীতে শুরু করেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন এবং সৌম্য সরকার। দিনের শুরুতে বোলিংয়ে আসা টিম সাউদির ওভার থেকে মাত্র ১ রান নিয়েছিলেন সৌম্য। ট্রেন্ট বোল্টের পরের ওভারটিতে অবশ্য ৫ রান পেয়েছে বাংলাদেশ। তার মধ্যে চারটি রান এসেছে লেগ বাই থেকে।
উল্লেখ্য এর আগে টেস্টটির চতুর্থ দিন নিউজিল্যান্ডের থেকে ১৪১ রানে পিছিয়ে থেকে খেলা শেষ করেছিলো বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৩ উইকেটে ৮০ রান। সৌম্য এবং মিঠুন যথাক্রমে ১২ ও ২৫ রানে অপরাজিত ছিলেন।
নিজেদের প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয়েছিলো টাইগাররা। জবাবে রস টেইলরের দ্বিশতক এবং হেনরি নিকোলসের শতকের উপর ভর করে ৬ উইকেটে ৪৩২ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো কিউইরা। ফলে ২২১ রানের লিড পেয়েছিলো তারা। টেস্টটির প্রথম দুই দিন গিয়েছিলো বৃষ্টির পেটে।