ম্যাচ হারের পর জরিমানার মুখে মুকেশ

ছবি: দিল্লির জার্সিতে মুকেশ কুমার, আইপিএল

তার বিরুদ্ধে আইপিএলের আচরণবিধির আর্টিকেল ২.২ অনুযায়ী লেভেন ওয়ানের অভিযোগ আনা হয়েছে। সেই অনুযায়ী মাঠের কোনো ক্রিকেট সরঞ্জামকে নষ্ট করা বা ক্ষতি করার ফলে শাস্তির উল্লেখ রয়েছে। অবশ্য কোন অপরাধের জন্য মুকেশের শাস্তি হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানায়নি আইপিএল কতৃপক্ষ।
বেঙ্গালুরুতে বেথেলের বদলি সেইফার্ট
৩ ঘন্টা আগে
নিজের শাস্তি মেনে নিয়েছেন মুকেশ। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এবারের আইপিএলে সময়টা ভালো মন্দ মিলিয়েই কেটেছে দিল্লির। দলটির হয়ে বেশ ভালোই পারফরম্যান্স করেছেন মুকেশ। ১১ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে মুম্বাইয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তার শিকার ৪৮ রানে দুই উইকেট।

তার শেষ ওভারে নমন ধীর দুটি চার এবং দুটি ছয় মারেন। এরপর এমন খরুচে বোলিংয়েরই মাশুল দিতে হয়েছে দিল্লিকে। আগের দুই ম্যাচেও বল হাতে কোনো প্রভাব রাখতে পারেননি মুকেশ। ছিলেন উইকেট শূন্য। অবশ্য লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে দিল্লিকে জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন এই ভারতীয় পেসার।
মুস্তাফিজের দিল্লিকে উড়িয়ে প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স
১৯ ঘন্টা আগে
এবার মুম্বাইয়ের বিপক্ষে হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দিল্লি। চলতি আইপিএলে প্রথম চার ম্যাচেই জয় দিয়ে দারুণ শুরু পেয়েছিল দিল্লি। ধারণা করা হচ্ছিল তারাই সবার আগে প্লে অফ নিশ্চিত করবে। তারাই কিনা গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল। তারাই আইপিএলের প্রথম দল যারা শুরুর দিকেই চার ম্যাচ জেতার পরও প্লে অফে যেতে পারল না।
দিল্লির বিপক্ষে মুম্বাই ২০ ওবারে ৫ উইকেটে ১৮০ রান করেছিল। এর মধ্যে শেষ দুই ওভারেই মুম্বাই তোলে ৪৮ রান। জবাবে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দিল্লি। ১৮.২ ওভারের মধ্যেই তারা অল আউট হয়ে যায় ১২১ রানে। ফলে ৫৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ফাফ ডু প্লেসির দলকে।
এই ম্যাচে অবশ্য অসুস্থতার কারণে খেলতে পারেননি দিল্লির নিয়মিত অধিনায়ক অক্ষর প্যাটেল। তার পরিবর্ততে মুম্বাইয়ের বিপক্ষে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসি। ফলে মাঠের বাইরে থেকেই দলের বিদায় দেখতে হয়েছে অক্ষরকে।