প্রথম ম্যাচ হেরেও সিরিজ জয়ের বিশ্বাস ছিল আমিরাতের

বাংলাদেশ
প্রথম ম্যাচ হেরেও সিরিজ জয়ের বিশ্বাস ছিল আমিরাতের
সিরিজ জিতে উল্লাসে মত্ত আমিরাতের ক্রিকেটাররা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শুরুতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থাকলেও পরে সেটি তিন ম্যাচে রূপ নেয়। তখনও দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায়নি, প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ ছিল এগিয়ে। তবে সিরিজে পিছিয়ে থেকেও তখনই সিরিজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সংযুক্ত আরব আমিরাত। দলটির অন্যতম পারফর্মার আলিশান শারাফু জানালেন, সিরিজ বাড়ানোর খবর পাওয়ার পরই ড্রেসিং রুমে শুরু হয়েছিল জয়ের পরিকল্পনা।

ভাবনার বাস্তব রূপও দিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে ২০৫ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে দলটি, যা ছিল বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম জয়। তৃতীয় ম্যাচে সেই ধারা ধরে রেখে সাত উইকেটে জিতে নেয় পুরো সিরিজ। এই ম্যাচে ব্যাট হাতে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন আলিশান।

ম্যাচ শেষে আলিশান বলেন, 'সবাই খুবই উচ্ছ্বসিত। তৃতীয় ম্যাচটির ঘোষণা যখন দেয়া হলো, সবাই তখন থেকেই আশাবাদী ছিল। ড্রেসিং রুমে আমরা কথা বলেছি যে, জিততে পারি। একটি করে ম্যাচ ধরে এগোতে চেয়েছি আমরা এবং সবকিছু সেভাবেই হয়েছে।'

টেস্ট খেলুড়ে শক্তিশালী দলগুলোর মধ্যে এর আগে নিউজিল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা থাকলেও, সিরিজ জয়ের স্বাদ পাননি আমিরাতের ক্রিকেটাররা। এবার বাংলাদেশের বিপক্ষে সেই অপূর্ণতা ঘুচেছে। ২০২১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর এটিই তাদের দ্বিতীয় কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জয়। এই সাফল্য তাই বিশেষ কিছু।

অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম বলেন, 'আমি এই জয়ে খুবই খুশি। অভিনন্দন জানাই আমাদের ম্যানেজমেন্ট, আমাদের বোর্ডকে, ধন্যবাদ জানাই কোচিং স্টাফ, প্রধান কোচ, ফিজিও, অ্যানালিস্ট, ট্রেনার, প্রত্যেককে। আমি খুবই খুশি ইতিহাস গড়তে পেরে।'

নিজে শেষ ম্যাচে মাত্র ৯ রানে আউট হলেও দলের ওপর আস্থা ছিল ওয়াসিমের, 'সত্যি বলতে, আমরা আশা হারাইনি। সবাইকে বলছিলাম যে আমরা জিততে পারি। এই কন্ডিশনে আমরা অভ্যস্ত। বিশ্বাসটা ছিল আমাদের।'

শেষ পর্যন্ত ৫১ বলে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে আলিশান ও আসিফ খানের ব্যাটে জয় নিশ্চিত করে আরব আমিরাত। ম্যাচের প্রথম ভাগে বল হাতে আলো ছড়ান অভিষিক্ত হায়দার আলী। ৪ ওভারে মাত্র সাত রানে তিন উইকেট নেন তিনি।

আরো পড়ুন: আলিশান শারাফু