promotional_ad

‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন

সিরিজ শুরুর আগে মোহাম্মদ ওয়াসিমের (বামে) সঙ্গে ফটোসেশনে লিটন দাস (ডানে), ফাইল ফটো
সংযুক্ত আরব আমিরাতের মতো সহযোগী সদস্য দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারা বাংলাদেশের জন্য শুধু অপ্রত্যাশিত নয়, বিশাল ধাক্কাও বটে। আন্তর্জাতিক ক্রিকেটে বারবার নেতিবাচক চমক দেয়া দলটি এবার যেন নতুন এক তলানি খুঁজে নিয়েছে। ব্যাটে-বলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতেই পারেনি বাংলাদেশ। ম্যাচ হারের পর টি-টোয়েন্টির নয়া অধিনায়ক লিটন দাস জানালেন, আরো শিখতে চায় তার দল!

promotional_ad

দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা নিয়ে আসা আরব আমিরাত তৃতীয় ম্যাচে পাত্তাই দেয়নি বাংলাদেশকে। শারজাহতে সাত উইকেটের পরাজয়ে সিরিজ ২-১ ব্যবধানে হারতে হয়েছে লিটনের দলকে। দ্বিতীয় ম্যাচের হার ‘অঘটন’ মনে হলেও শেষ ম্যাচে আমিরাতের দাপট সেটিকে নিয়মিত ফলাফলেই যেন পরিণত করেছে।


আরো পড়ুন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগোলেন তানজিদ

২১ মে ২৫
র‍্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে গেছেন তানজিদ হাসান তামিম, ফাইল ফটো

ম্যাচ শেষে লিটন বলেন, 'অবশ্যই প্রত্যাশিত নয়। আমরা যখন এখানে এসেছি, সবসময় জিততেই চেয়েছি। তারপরও, এটা (পরাজয়) জীবনেরই অংশ। ক্রিকেটে কখনও কখনও প্রতিপক্ষও ভালো খেলে। তাদেরকে কৃতিত্ব দিতে হয়।'


ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও লড়াইয়ের চেষ্টা ছিল বাংলাদেশের লোয়ার অর্ডারের ব্যাটারদের। আগে ব্যাটিং পেয়ে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। ৮৪ রানে পড়ে যায় ৮ উইকেট। সেখান থেকে জাকের আলী অনিকের ব্যাটে কিছুটা রক্ষা পায় দল। হাসান মাহমুদ-শরিফুল ইসলামের সহায়তায় শেষ পর্যন্ত ১৬২ রানে থামে ইনিংস। তবে এই রান দিয়েও লড়াই জমাতে পারেনি তারা।


promotional_ad



আরো পড়ুন

বাড়তি এক ম্যাচ খেলে আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

১৮ ঘন্টা আগে
সিরিজ জয়ের উল্লাসে আরব আমিরাত, ফাইল ফটো

লিটন দুষলেন শিশিরকে, 'আমরা কিছু ভুল আজকে করেছি ব্যাটিংয়েও। এই উইকেটে ও কন্ডিশনে আমাদের প্রত্যাশিত পারফরম্যান্স হয়নি। তিন ম্যাচেই আমরা দ্বিতীয় ইনিংসে বল করেছি। আমার মতে শিশিরই মূল ব্যাপার ছিল।'


তিন ম্যাচেই টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিল আমিরাত, আর সেই কৌশল পুরোপুরি কাজে দিয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তাদের পেশাদারিত্বও ছিল চোখে পড়ার মতো। লিটনের মতে, জয়ী দল হিসেবে তারা প্রাপ্য কৃতিত্বই পেয়েছে। দুষলেন নিজ দলের ব্যাটারদেরও।


'তারা সত্যিই ভালো খেলেছে। আজকে প্রথম ভাগে তারা ভালো খেলেছে। ভালো বোলিং করেছে তারা, এজন্য বেশি রান করতে পারিনি আমরা। যেভাবে পারভেজ ইমন, তানজিদ তামিম, হৃদয় ব্যাট করেছে… জাকের সত্যিই ভালো ব্যাট করেছে। দু-একজন ভালো বোলিংও করেছে। তবে আমাদের আরও শিখতে হবে এবং প্রয়োগ করতে হবে ম্যাচে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball