এমন অবস্থায় ফাইনালে খেলার দিকেই চোখ রাখছে বাংলাদেশ। ম্যাচ শেষে সাইফ জানিয়েছেন বাংলাদেশের বড় স্বপ্নই দেখা উচিত। পরের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। আপাতত সব মনোযোগ সেদিকেই বলে জানিয়েছেন এই ওপেনার। পাকিস্তান ম্যাচের পরিকল্পনা পরে ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে সাইফ বলেন, 'অবশ্যই, বড় স্বপ্ন দেখা উচিত। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে এবং আমাদের পুরো মনোযোগ এখন সেই ম্যাচেই থাকবে। পরেরটা পরে দেখা যাবে।'
এশিয়া কাপে যাওয়ার আগেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন তাদের লক্ষ্য ফাইনালে খেলা। সাইফ সেই কথাটাই আবার মনে করিয়ে দিলেন। সেই পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়েছে বলে বিশ্বাস সাইফের। দুটি ম্যাচ বাকি থাকলেও আপাতত ভারত ম্যাচ নিয়েই ভাবতে চায় বাংলাদেশ দল।
নিজেদের পরিকল্পনা নিয়ে সাইফ বলেন, 'অবশ্যই। এখানে আসার আগে থেকেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। আমরা এক ধাপ এগিয়েছি। এখনো দুটি ম্যাচ বাকি আছে। আমাদের পরবর্তী লক্ষ্য পরের ম্যাচ।'