
আমরা এক ধাপ এগিয়েছি, বড় স্বপ্ন দেখা উচিত: সাইফ
দুই ম্যাচ জিতলেও সুপার ফোরে উঠতে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হয়েছে বাংলাদেশকে। অথচ সুপার ফোরের ম্যাচে এসে সেই শ্রীলঙ্কাকে ৪ উইকেট হারিয়েছেন লিটন দাসরা। তিন ম্যাচের একটিতে জেতায় এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সাইফ হাসানদের ফোকাসের পুরোটা জুড়ে ভারত ম্যাচ থাকলেও বাংলাদেশের সমর্থকদের বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছেন।