লিপুর চোখে সাইফ একের ভেতর চার

প্রধান নির্বাচক লিপু এবং সাইফ হাসান
বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ফর্মে আছেন সাইফ হাসান। সেই ফর্মের প্রতিদান পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। সদ্য সমাপ্ত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ৬ ম্যাচে ১৩২ রান করেছেন তিনি। পাকিস্তান শাহীন্সের বিপক্ষে প্রথম ম্যাচেই ৫৭ রানের ইনিংস খেলেছিলেন সাইফ। তবে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে রান করতে পারেননি তিনি।

promotional_ad

মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৩৫ বলে ৪৫ রানের আরেকটি ইনিংস খেলেছিলেন তিনি। আর বাকি ম্যাচগুলোতে বিশ রানের গণ্ডি পেরোতে পারেননি তিনি। এর আগে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমে ৩ ম্যাচেই সাইফ করেন ৮৪ রান। এর মধ্যে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে সাইফের ব্যাট থেকে এসেছিল ৪১ রান।


আরো পড়ুন

রানবন্যার ম্যাচে আফিফ-সাইফের সেঞ্চুরি মিস, ধানমন্ডির জয়

৭ মার্চ ২৫
ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন দুই দলের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

সাইফকে দলে নেয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, তারা একজন ব্যাটসম্যান নিতে চেয়েছিলেন। যে কিনা দলের প্রয়োজন বলও করতে পারেন। প্রয়োজনে চার নম্বরেও ব্যাট করতে পারেন সাইফ। এমনকি ওপেনিং করারও অভিজ্ঞতা আছে তার। সাইফ বল হাতেও বেশ ভালো পারফরম্যান্স করেছেন। ৫ ম্যাচে বল করে ৩ উইকেট নিয়েছেন তিনি। এই বিষয়টিই নজর কেড়েছে নির্বাচকদের।


promotional_ad

সংবাদ সম্মেলনে লিপু বলেন, 'আমাদের একজন বোলারের দরকার ছিল, সে এক কিংবা দুই ওভার বোলিং করতে পারবেন। চার, তিন কিংবা নতুন বলে এক কিংবা দুইয়ের জায়গায় আমাদের যদি কোনো খেলোয়াড় লাগে সেই আলোকে সাইফ হাসানের দিকে আমাদের চোখ ছিল। এবার তাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। চারে খেলার জন্য সামর্থ্যবান একজন ব্যাটার। একই সঙ্গে উপরে যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তিনি দলের জন্য ওপেন করার সক্ষমতা রাখেন। ভিন্ন ভিন্ন জায়গায় খেলতে পারে এমন খেলোয়াড় আমরা খুঁজছি, দলে সেটার প্রয়োজন অনেক বেশি।'


আরো পড়ুন

‘কারো জন্যেই দরজা বন্ধ নেই’, শান্ত-নাইম প্রসঙ্গে লিপু

১০ ঘন্টা আগে
নাইম শেখ ও নাজমুল হোসেন শান্ত (বাম থেকে), ফাইল ফটো

ওপেনার হিসেবে বাংলাদেশ দলে নিয়মিত এখন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজনকে নিয়ে টিম ম্যানেজমেন্ট বেশ নির্ভার। তাই সেখানে কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন না লিপু। তবে দলে যদি কোনো ব্যাকআপ ওপেনার প্রয়োজন হয় তাহলে সাইফকে সুযোগ দেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক। এমনকি তাওহীদ হৃদয়েরও ব্যাপআপ ভাবা হচ্ছে সাইফকে।


লিপু বলেন, 'ওপেনিংয়ে আমরা একটা স্যাটেলড জায়গায় আছি। আমাদের ওপেনিং জুটি নিয়ে যদি কোনো ইনজুরি বা অন্য কোনো সমস্যা না আসে সেই জায়গাতে কাউকে অপেক্ষা করতে হবে সুযোগের জন্য এবং তাকে তৈরি থাকতে হবে সেই সুযোগটা কাজে লাগানোর জন্য। সাইফের ক্ষেত্রে উপরে এবং মাঝে কোনো জায়গায় যদি... ধরুন তাওহীদ হৃদয় যদি কোনো সমস্যা বা ইনজুরি হয় আমরা মনে করি এই দুইটো জায়গাতেই তিনি কাভার করতে পারবেন। তারপরও আমাদের কাছে বাড়তি যে সুবিধাটা আছে লিটন তিনে খেলেন। তিনিও যেকোনো সময় ওপেনিং করে দলের চাহিদা মেটাতে পারেন। যদি কোনো কারণে প্রতিপক্ষ, উইকেট বিবেচনায় যেতে হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball