‘কারো জন্যেই দরজা বন্ধ নেই’, শান্ত-নাইম প্রসঙ্গে লিপু

ছবি: নাইম শেখ ও নাজমুল হোসেন শান্ত (বাম থেকে), ফাইল ফটো

কয়েকমাস ধরেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেই শান্ত। গত মে মাসে বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফরে তিন ম্যাচের মধ্যে একটিতে সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে করেন ১৯ বলে ২৭ রান।
পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে
৬ জুলাই ২৫
এরপর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজের দলে ছিলেন না শান্ত। প্রত্যাশিতভাবেই এশিয়া কাপের দলে নেই তিনি। যদিও শান্তর জন্য টি-টোয়েন্টি দলের দরজা বন্ধ করছেন না নির্বাচকরা। সেই বার্তা ইতোমধ্যেই তারা শান্তকে দিয়েছেন।
লিপু বলেন, 'শান্ত যখন প্রথম দল থেকে বাদ পড়লেন তখনই তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা একদম পরিস্কার আমরা কি চাচ্ছি এবং ফেরার জন্য তাকে কি করতে হবে। কারো জন্যেই আমাদের দরজা বন্ধ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে যারা অন্য ফরম্যাটে খেলেন তারা নিশ্চয় আমাদের জন্য অত্যন্ত মূল্যবান খেলোয়াড়।'

'নতুন একটা ফরম্যাটে আমরা চাই প্রত্যেকটা জায়গায় যেমন চ্যালেঞ্জ আছে...সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য পারফরম্যান্স দরকার হয়। সেই পারফরম্যান্সের জায়গাটা আগে নিশ্চিত করা প্রয়োজন। আমি মনে করি আমাদের এনসিএল টি-টোয়েন্টি, তাঁর থেকে আরেক ধাপ উপরে বিপিএলও আছে—সেখানে নিজের জায়গায় খেলার বেশি সুযোগ থাকবে এবং নিজেরকে মেলে ধরার সুযোগ থাকবে।'
‘স্লো উইকেটে নাইম ভালো খেলে না, তাকে মানিয়ে নিতে হবে’
৩ আগস্ট ২৫
শান্ত টি-টোয়েন্টি সেট আপ থেকে দূরে সরলেও নাইম ছিলেন স্কোয়াডেই। যদিও সেভাবে ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৯ বলে অপরাজিত ৩২ রান করেন চারে নামা এই ব্যাটার।
এরপরের দুটি ম্যাচে একাদশেই জায়গা হয়নি নাইমের। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাত বলে তিন রান করেন এই ওপেনার। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে করেন ১৭ বলে ১০ রান।
মূলত ধীরগতির ব্যাটিংয়ের জন্যই নাইমের ওপর আস্থা হারিয়েছে নির্বাচকরা। এরপর টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ছয় ম্যাচে করেছেন যথাক্রমে ৫, ২৫, ৫, ২৫, ১৯ এবং ১৫ রান।
নাইম প্রসঙ্গে লিপু বলেন, 'কাউকে দল থেকে বাদ দেয়ার আগে আমাদের অনেক কিছুই চিন্তা করতে হয়। সে তার সামর্থ্যের কতটুকু করতে পারলেন বা যে সুযোগটুকু তাকে দেয়া হলো সেটা যথেষ্ট কিনা। আমাদের কাছে মনে হয়েছে নাইম শেখ কঠোর পরিশ্রম করেছেন। তিনি যে প্রতিশ্রুতি দেখিয়েছিলেন আমরা অনেক আশাবাদী ছিলাম সে তার জায়গাটা নিতে পারবেন।'
'সেটা তার এবং দলের জন্য খুবই ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। আমরা টপ এন্ড টি-টোয়েন্টিতেও দেখলাম সে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারলেন না। আমার বিশ্বাস নাইম শেখ জানে তাকে পুনরুদ্ধার করতে হলে, আন্তর্জাতিক চ্যালেঞ্জে তাকে সফল হতে হলে তাকে আরও উন্নতি করতে হবে। উন্নতি করার জন্য ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিংবা কোচিং প্যানেল থেকে যে সহযোগিতাটা প্রয়োজন সেটা আমরা অব্যাহত রাখব।'