সাকিব-মিরাজের সঙ্গে পিএসএল খেলতে ফের পাকিস্তানে রিশাদ

ছবি: সাকিব-মিরাজের সঙ্গে পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছেছেন রিশাদ হোসেন, ফেসবুক থেকে নেয়া

লাহোরের হয়ে জাতীয় দলের দুই সতীর্থ সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের সঙ্গে খেলতে দেখা যেতে পারে তাকে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠলেও লাহোরের অবস্থান ছিল তালিকার চারে।
নিরবতা ভেঙে কারান বললেন, ‘সত্যি আমি কাঁদিনি’
১৮ মে ২৫
ফলে স্বাভাবিকভাবেই এলিমিনেটর খেলতে হবে শাহীন শাহ আফ্রিদিদের। আজ (২২ মে) বাংলাদেশ সময় রাত ৯ টায় করাচি কিংসের বিপক্ষে খেলতে নামবেন সাকিব-শাহীন আফ্রিদির লাহোর। সেই ম্যাচে জিততে পারলে তারা উঠে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

সেখানে তাদের খেলতে হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২৩ মে, লাহোরে। পরবর্তীতে ২৫ অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পিএসএলের ফাইনাল।
পিএসএলে দল পাওয়ার গল্প শোনালেন মিরাজ
২০ মে ২৫
লাহোর প্রকাশিত ভিডিওতে রিশাদ বলেন, 'আসসালামুআলাইকুম সবাইকে। লাহোর কালান্দার্স পরিবারে আমি ফিরে এসেছি। মাঠে দেখা হবে। আমরা এটা (শিরোপা) একসঙ্গে জিতব।'
পিএসএল পুনরায় শুরু হওয়ার পর ড্যারিল মিচেলের জায়গায় সাকিবকে দলে নেয় লাহোর। এ ছাড়া টম কারানের বদলি হিসেবে ভানুকা রাজাপাকশেকে দলে টেনেছে তারা। জাতীয় দলের খেলা থাকায় পাকিস্তান ছেড়ে চলে গেছেন সিকান্দার রাজা।
জিম্বাবুয়ের অলরাউন্ডারের বদলি হিসেবে বাংলাদেশের মিরাজের সঙ্গে চুক্তি করেছে লাহোর। এদিকে দলটিতে শুরু থেকেই খেলতে দেখা যায় রিশাদকে, যদিও মাঝের দিকটায় টানা কয়েকটি ম্যাচে খেলেননি তিনি। এখন পর্যন্ত ৮.৭০ ইকোনমি রেটে পাঁচ ম্যাচে মোট নয়টি উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।