promotional_ad

ওয়েবস্টার-ক্যারির হাফ সেঞ্চুরি, প্রথম দিনেই অল আউট অস্ট্রেলিয়া

অ্যালেক্স ক্যারি (বামে) ও বেউ ওয়েবস্টার (ডানে), ফাইল ফটো
গ্রেনাডা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে প্রত্যাশিত বড় সংগ্রহ গড়তে পারেনি অস্ট্রেলিয়া। তবে ১৫০ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা থেকে ঘুরে দাঁড়িয়ে প্যাট কামিন্সের দল অল আউট হয়েছে ২৮৬ রানে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা দলটির পক্ষে ইনিংস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেউ ওয়েবস্টার এবং অ্যালেক্স ক্যারি।

promotional_ad

টস জিতে ব্যাটিং নেয়া অস্ট্রেলিয়া শুরু থেকেই চাপে পড়ে। মাত্র ১১০ রানেই হারায় ৫ উইকেট। ব্যর্থ হন টপ অর্ডারের প্রায় সকলেই। তবে ষষ্ঠ উইকেটে ওয়েবস্টার ও ক্যারির ১১২ রানের জুটি দলকে বিপর্যয় থেকে অনেকটাই টেনে তোলে।


আরো পড়ুন

গ্রেনাডায় ফিরলেন স্মিথ

৩ জুলাই ২৫
ফাইল ছবি

ওয়েবস্টার করেন ৬০ রান, ক্যারির ব্যাট থেকে আসে ৬৩। দুজনই প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন। গ্রেনাডায় তাদের জুটিই অস্ট্রেলিয়াকে তিনশ'র কাছাকাছি স্কোর এনে দিতে বড় অবদান রাখে।


তবে শেষ দিকে আবারও ব্যাটিং ধস নামে। ৫ উইকেটে ২২২ রান থেকে ৬৪ রানের ব্যবধানে পড়ে যায় শেষ পাঁচ উইকেট। বিশেষ করে আলজারি জোসেফের বোলিংয়ে বিপর্যস্ত হয় অস্ট্রেলিয়া। তিনি একাই তুলে নেন চারটি উইকেট।


promotional_ad



আরো পড়ুন

শাস্তি পেলেও রাগ পুষে রাখছেন না স্যামি

২ জুলাই ২৫
ফাইল ছবি

৬৬.৫ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়াকে অল আউট করে ওয়েস্ট ইন্ডিজ ড্রেসিংরুমে ফেরে আত্মবিশ্বাস নিয়ে। দিনের শেষে ব্যাটিং শুরুর কথা থাকলেও আলোর স্বল্পতায় খেলা শুরু করতে পারেননি আম্পায়াররা। ফলে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।


গ্রেনাডার উইকেট পেসারদের জন্য সহায়ক ছিল। আলজারি জোসেফের নিচু হয়ে যাওয়া ডেলিভারিতে বোল্ড হন প্যাট কামিন্স। উইকেটের আচরণ দেখে ধারণা করা হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিং আরও কঠিন হতে পারে। সেক্ষেত্রে ২৮৬ রান কার্যকর সংগ্রহ হয়ে উঠতে পারে।


অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যর্থতা ছিল স্পষ্ট। উসমান খাওয়াজা ১৬, স্যাম কনস্টাস ২৫, চোট থেকে ফেরা স্টিভ স্মিথ তিন রানে ফিরে যান দলীয় ৫০ রানের মধ্যেই। তিনে নামা ক্যামেরন গ্রিন ২৬ রানে থামেন।


উইকেটরক্ষকের মুঠোয় ক্যাচ দেয়ার আগে ট্রাভিস হেডের ব্যাটে আসে ২৯ রান। প্রথম পাঁচজনের তিনজনকেই ফেরান জোসেফ। দিন শেষে অজি ইনিংসে বলার মতো ইতিবাচক দিক একটাই, মাঝের সারিতে জুটি গড়ে সম্মানজনক স্কোরে পৌঁছেছে অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball