promotional_ad

গ্লোবাল সুপার লিগে রংপুর-হোবার্টের সঙ্গী দুবাই ক্যাপিটালস

ফাইল ছবি
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরেও খেলবে রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে লড়াইয়ে দেখা যাবে হোবার্ট হারিকেন্স, সেন্ট্রাল স্টেজ এবং স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারির্স। গ্লোবাল সুপার লিগের পঞ্চম ও শেষ দল হিসেবে যুক্ত হয়েছে দুবাই ক্যাপিটালস।

promotional_ad

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির সবশেষ আসরে ডেজার্ট ভাইপারসকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জেতে দুবাই। জিএমআর গ্রুপের এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্কিত প্রথম কোনো দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত মৌসুমে দুবাইয়ের হয়ে খেলেছেন রহমানুল্লাহ গুরবাজ, অ্যালেক্স হেলস, স্যাম কারান, গুলবাদিন নাইব, আজম খান ও শেরফান রাদারফোর্ডের মতো ক্রিকেটাররা।


আরো পড়ুন

পাওয়েল-রাজার ঝড়ে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস

১০ ফেব্রুয়ারি ২৫
শিরোপা নিয়ে উল্লাস দুবাইয়ের, ফাইল ফটো

তাদের সবাইকে গ্লোবাল সুপার লিগে পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত না। দুবাইকে আমন্ত্রণ জানাতে পেরে খুশি টুর্নামেন্টের চেয়ারম্যান ক্লাইভ লয়েড। তিনি বলেন, ‘চলতি বছর জিএসএলে দুবাই ক্যাপিটালসকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন হিসেবে যে সুনাম রয়েছে সেটাই তাদের পক্ষে কথা বলে এবং নিঃসন্দেহে তাদের অন্তর্ভূক্তি জিএসএলের ক্রিকেটের মান বাড়াবে।’


promotional_ad



আরো পড়ুন

গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে রংপুর

১৩ মে ২৫
শিরোপা জেতার পর রংপুর রাইডার্সের ক্রিকেটাররা

টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়ে জিএমআর স্পোর্টস আর্মের প্রধান নির্বাহী সত্যম ত্রিভেদী বলেন, ‘আরেকটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসকে প্রতিযোগিতা করতে দেখতে পেরে আমরা আনন্দিত। গায়ানা গ্লোবাল সুপার লিগে ভালো মানের ক্রিকেট খেলা দেখানোর দারুণ একটা সুযোগ এবং এটা বৈশ্বিক সম্পর্ক বাড়াবে। জিএসএলের অংশ হতে পেরে আমরা সত্যিই গর্বিত।’


আগামী ১০ জুলাই মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। যার ফাইনাল হবে ১৮ জুলাই। সিঙ্গেল রাউন্ড-রবিন পদ্ধতিতে লড়াই করবে পাঁচটি দল। ১১ ম্যাচের সবগুলো অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। দুবাইয়ের পাশাপাশি বিগ ব্যাশ থেকে হোবার্ট, নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্টেজ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রংপুর এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গায়ানা খেলবে টুর্নামেন্টটিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball