২৬ মে'র মধ্যে আইপিএল ছাড়বেন সাউথ আফ্রিকার ৮ ক্রিকেটার

ছবি: কাগিসো রাবাদা (বামে) ও রায়ান রিকেলটন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

এই মৌসুমে আইপিএলে অংশ নিয়েছেন সাউথ আফ্রিকার মোট ২০ ক্রিকেটার। তাদের মধ্যে আটজন আছেন ডব্লিউটিসি ফাইনালের স্কোয়াডে। বিসিসিআইয়ের সঙ্গে প্রাথমিক চুক্তি অনুযায়ী, এসব খেলোয়াড়ের ২৬ মে’র মধ্যে ফিরে যাওয়ার কথা। কেননা আইপিএলের পূর্বের সূচি অনুযায়ী ২৫ মে ছিল ফাইনাল। এবার নতুন সূচি অনুযায়ী ফাইনাল হবে ৩ জুন। যার কারণে দেখা দিয়েছে জটিলতা।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা করল সাউথ আফ্রিকা
১৩ মে ২৫
সিএসএ'র পক্ষ থেকে বলা হয়েছে, ‘আইপিএল এবং বিসিসিআইয়ের সঙ্গে প্রাথমিক চুক্তি ছিল যে ফাইনাল ম্যাচ ২৫ মে অনুষ্ঠিত হবে, আমাদের খেলোয়াড়রা ২৬ তারিখে ফিরে আসবে, যাতে ৩০ তারিখ আমরা দেশ ছাড়ার আগে প্লেয়াররা পর্যাপ্ত সময় পায়।’
কিন্তু ফাইনাল পিছিয়ে যাওয়ায় এখন প্লে-অফ ম্যাচগুলো খেলাই অনিশ্চিত হয়ে পড়েছে ওই আটজনের জন্য। এই আটজন হলেন— কাগিসো রাবাদা (গুজরাট টাইটান্স), লুঙ্গি এনগিডি (আরসিবি), ট্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস), এইডেন মার্করাম (এলএসজি), রায়ান রিকেলটন, করবিন বশ (মুম্বাই ইন্ডিয়ান্স), মার্কো জানসেন (পাঞ্জাব কিংস) ও উইয়ান মুল্ডার (সানরাইজার্স হায়দ্রাবাদ)। তারা ৩০ মে যুক্তরাজ্যে দলের সঙ্গে যোগ দিতে সাউথ আফ্রিকায় ফিরে যাবেন।

৬ কোটি রুপিতে দিল্লিতে মুস্তাফিজ
১ ঘন্টা আগে
শুধু তাই নয়, প্লে-অফ শুরুর আগেই নিজেদের ক্লাবের হয়ে অন্তত একটি করে ম্যাচ মিস করবেন এই ক্রিকেটাররা। মুম্বাই, পাঞ্জাব, এলএসজি ও আরসিবির জন্য এটি হবে বড় ধাক্কা। কারণ গুরুত্বপূর্ণ সময়ে অভিজ্ঞ বিদেশি খেলোয়াড় ছাড়া মাঠে নামতে হতে পারে তাদের।
সাউথ আফ্রিকার হেড কোচ শুকরি কনরাড বিষয়টি নিশ্চিত করে বলেছেন, '২৫ তারিখে খেলার পর আমাদের খেলোয়াড়রা ২৬ তারিখে ফিরে আসবে, যাতে ৩০ তারিখে ফ্লাইটের আগে তাদের পর্যাপ্ত সময় থাকে।'
তাদের পরিকল্পনা অনুযায়ী ৩১ মে ইংল্যান্ডের আরুন্ডেলে পৌঁছেই জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩-৬ জুন একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। ওই সময়ই গড়াবে আইপিএলের ফাইনাল! এরপর সরাসরি লন্ডন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে ডব্লিউটিসি ফাইনালের মহারণ।