এবার আইপিএলে করোনার থাবা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। তবে টুর্নামেন্টটি শুরু হওয়ার আগেই প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে রাজস্থান রয়্যালস ক্যাম্পে।


দলটির ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক সম্প্রতি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। বুধবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ইয়াগনিক নিজেও টুইটারে একটি পোস্টের মাধ্যমে করোনা পজিটিভের ব্যাপারটি জানিয়েছেন। 


promotional_ad

টুইটারে তিনি লিখেছেন, 'হ্যালো, আমার কোভিড ১৯ পজিটিভ এসেছে। আপনারা কেউ গত ১০ দিনে আমার সংস্পর্শে আসলে দয়া করে পরীক্ষা করাবেন দ্রুত। বিসিসিআইয়ের প্রোটোকল অনুযায়ী আমি এখন ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছি। দলের সঙ্গে যোগ দেয়ার আগে দুইবার আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে।'  


বিসিসিআইয়ের প্রোটোকল মেনে টানা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে ইয়াগনিককে। এরপর আরো দুই বার করোনা পরীক্ষা করাতে হবে তাঁকে। সেই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে আরো ছয় দিন আইসোলেশনে থাকার পর যোগ দিতে পারবেন দলের সঙ্গে।  


এবারের আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সেখানে চলতি বছর আইপিএল আয়োজন করা সম্ভব হচ্ছে না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষে।তবে আরব আমিরাতে যাত্রা করার আগেই দুঃসংবাদ শুনতে হলো রাজস্থান রয়্যালস দলটিকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball