সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু এনসিএল টি-টোয়েন্টি, খেলা ৩ ভেন্যুতে

বিসিবি
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির গত আসরের খেলা হয়েছে সিলেটের দুই ভেন্যুতে। নতুন মৌসুম শুরুর আগে ভেন্যুর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া ২০ ওভারের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটি হবে দেশের তিনটি ভেন্যুতে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদীন নান্নু।

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পথচলা শুরুর আগে ২০১০ সালে এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করে বিসিবি। তবে পরবর্তীতে এক যুগের বেশি সময় মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। টি-টোয়েন্টির জনপ্রিয়তা ও খেলোয়াড়দের চাহিদার কথা মাথায় রেখে ২০২৪ সালে নতুন করে এনসিএল টি-টোয়েন্টি শুরু করে দেশের ক্রিকেট বোর্ড। বিপিএলের আগে প্রস্তুতির জন্য গত মৌসুমটা হয়েছে ডিসেম্বরে।


আরো পড়ুন

এনসিএল টি-টোয়েন্টিতে ছক্কা-চারে যাদের ব্যাটে আলোর ছোঁয়া

২৪ ডিসেম্বর ২৪
ব্যাটিংয়ে এনসিএল টি-টোয়েন্টিতে সেরা পাঁচ, ক্রিকফ্রেঞ্জি

আগামী মৌসুমের আগে অবশ্য সূচিতে পরিবর্তন এনেছে টুর্নামেন্ট কমিটি। বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের দল গোছানোর সুবিধার্থে চলতি বছরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, ১৫ সেপ্টেম্বর শুরু হতে পারে টুর্নামেন্টটি। যার ফাইনাল হবে ৪ অক্টোবর। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এনসিএল টি-টোয়েন্টি শুরু হবে।’


promotional_ad

একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। যার ফলে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের পাওয়া যাচ্ছে না ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্টটিতে। গত আসরেও জাতীয় দলের ক্রিকেটাররা ছিলেন না ৮ দলের এনসিএল টি-টোয়েন্টিতে। সেই সময় ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যস্ত ছিলেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকের আলী অনিকরা।


আরো পড়ুন

লিটনদের মনোবিদ দেখানোর পরামর্শ নান্নুর

৩ জুন ২৫
ফাইল ছবি

আচমকা সিদ্ধান্ত নিয়ে অনেকটা তাড়াহুড়োর মধ্যে এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করে বিসিবি। তবে এবার একটু সময় পাওয়ায় সব গুছিয়ে নিচ্ছে টুর্নামেন্ট কমিটি। গত মৌসুমে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও গ্রাউন্ড টুতে খেলা হয়েছে। তবে আগামী মৌসুমের জন্য গ্রাউন্ড কমিটির কাছে তিনটা ভেন্যু চেয়েছে টুর্নামেন্ট কমিটি।


এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘গতবার তো খুব অল্প সময়ের মধ্যে এটা করা হয়েছিল। এবার ইতোমধ্যে তিনটা ভেন্যু ঠিক করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে। সেই হিসেবে টুর্নামেন্ট কমিটি এগোচ্ছে। এটা কনফার্ম তিনটা ভেন্যুতেই হবে এনসিএল টি-টোয়েন্টি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball