‘দ্বিপাক্ষিক না খেললে আইসিসি ইভেন্টেও পাক-ভারতের খেলা উচিত নয়’

ছবি: শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, ফাইল ফটো

এই প্রেক্ষাপটে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তার প্রশ্ন, যেখানে ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, সেখানে বহুজাতিক আসরে মুখোমুখি হওয়াটা কী ধরনের বার্তা দেয়?
রেকর্ড নিয়ে আমার কোনো চিন্তা নেই: রুট
২ ঘন্টা আগে
আজহারউদ্দিনের ভাষায়, 'আমি সবসময় বলি যে সবকিছু হওয়া উচিত, অথবা যদি না হয়, তাহলে একদমই হওয়া উচিত নয়। যদি আপনারা দ্বিপাক্ষিক সিরিজ না খেলেন, তাহলে আন্তর্জাতিক ইভেন্টগুলোতেও আপনাদের খেলা উচিত নয়, এটাই আমার বিশ্বাস। তবে সরকার এবং বোর্ড যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে...'
কিছুদিন আগেই যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল বার্মিংহামে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। এর ফলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের সেই ম্যাচ বাতিল হয়। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানা যায়।

এ প্রসঙ্গে আজহার বলেন, 'ভেটেরানস লীগটি অনানুষ্ঠানিক, এটি আইসিসি বা বিসিসিআই দ্বারা অনুমোদিত নয়, এটি ব্যক্তিগতভাবে পরিচালিত হয় কিন্তু এশিয়া কাপ একটি টুর্নামেন্ট যা এসিসি দ্বারা পরিচালিত।'
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শনিবার এশিয়া কাপের ১৭তম আসরের সূচি প্রকাশ করেন। ২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে টি-টোয়েন্টি সংস্করণে হবে এটি। এই প্রথমবার ৮টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে।
ভারত, পাকিস্তান, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত রয়েছে গ্রুপ ‘এ’-তে। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দল যাবে সুপার ফোরে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। সূচি অনুসারে, এবারও তিনটি ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভাবনা থাকছে।