তিন সপ্তাহের জন্য বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ হচ্ছেন জুলিয়ান উড

ফাইল ছবি
‘বিসিবির উচিত আমাকে নিয়োগ দেওয়া!’ ২০২৩ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে কাজ করার সময় এমন মন্তব্য করেছিলেন জুলিয়ান রস উড। বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও সেভাবে কখনই প্রস্তাব মেলেনি ইংলিশ এই কোচের। অবশেষে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন জুলিয়ান উড। আপাতত তিন সপ্তাহ লিটন দাস, তানজিদ হাসান তামিমদের নিয়ে কাজ করবেন তিনি।

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর থেকেই ব্যস্ত সময় পার করতে হয়েছে লিটনদের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার পর সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর করেছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা থেকে ফিরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে খেলতে হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টানা খেলার পর অবশেষে একটু ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা।


আরো পড়ুন

জাতীয় লিগে বিদেশি ক্রিকেটারের ভাবনায় বিসিবি

১ ঘন্টা আগে
এনসিএলের বর্তমান চ্যাম্পিয়ন সিলেট বিভাগ, বিসিবি

পাকিস্তান সিরিজ শেষে সবাই যার যার মতো ছুটি কাটাচ্ছেন। যদিও খুব বেশি দিনের ছুটি পাচ্ছেন না তারা। আগষ্টে ভারত না আসায় ওই সময় এশিয়া কাপের প্রস্তুতির জন্য ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও একই সময়ে সিরিজ আয়োজন করতে বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কাউকে না পাওয়া গেলে মাসজুড়ে হতে পারে ক্যাম্প। যার শুরুটা হচ্ছে ৬ আগষ্টে থেকে।


promotional_ad

সেই ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন জুলিয়ান উড। ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্পকে সরিয়ে দেয়ার পর লিটনদের ব্যাটিং দেখছেন মোহাম্মদ সালাহউদ্দিন। তবে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব কমিয়ে বিদেশি ব্যাটিং কোচ নিয়োগের চিন্তা করছে বিসিবি। আপাতত তিন সপ্তাহের জন্য জুলিয়ান উডকে আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও লম্বা সময়ের জন্য তাকে পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।


বিসিবির একটি সূত্র ক্রিকবাজকে বলেন, ‘আমরা আশা করি এশিয়া কাপের আগে আমাদের যে ক্যাম্পটা হবে সেটার আগেই সে (জুলিয়ান উড) চলে আসবে।’ ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে বদলে দিয়েছেন জুলিয়ান উড। পাওয়ার হিটিং কোচ হিসেবে দারুণ চাহিদা রয়েছে তাঁর। বেশ কিছু তারকা ক্রিকেটারের সঙ্গে এককভাবে কাজ করে তাদেরকে বদলে নিয়েছেন ইংলিশ এই কোচ।


২০২২ সালে বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে এসেছিলেন জুলিয়ান উড। পরের বছর কাজ করেছেন চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে। চলতি বছর আইপিএলের ফাইনাল খেলা পাঞ্জাব কিংসের সঙ্গেও ছিলেন তিনি। বাংলাদেশে কাজ করতে ইতোমধ্যে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে আলাপ করেছেন ৫৬ বছর বয়সি এই কোচ। আপাতত তিন সপ্তাহের জন্য এলেও লম্বা সময়ের জন্যও কাজ করতে পারেন তিনি।


এ প্রসঙ্গে ক্রিকবাজকে জুলিয়ান উড বলেন, ‘হ্যাঁ, সিমোর (ফিল সিমন্স) সঙ্গে আমি কথা বলেছি। আগষ্টে আমি মূলত তিন সপ্তাহের জন্য আসছি। আমি এমনটাই শুনেছি। কিন্তু এটা এখনো নিশ্চিত নয়। বেশিদিনের জন্যও হতে পারে। আপনি বিসিবির সঙ্গে কথা বলতে পারেন। এশিয়া কাপকে সামনে রেখে আগষ্টে ঢাকায় আসব। আমি জানি না, আমার মনে এটা (চুক্তি বাড়বে কিনা) বিসিবির উপর নির্ভর করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball