জন্টি রোডসের চোখে সেরা রায়না

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


শুধুমাত্র ফিল্ডিং দিয়েই ভক্তদের মনে জায়গা করে নেয়া যায়, সেটা প্রমাণ করে দেখিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জন্টি রোডস। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ফিল্ডার ধরা হয় তাঁকে।


সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার বাছাই করেছেন তার দেখা সেরা পাঁচ ফিল্ডার। সম্প্রতি আইসিসির ফেসবুক পেজে এক ভিডিওতে একথা বলেছেন তিনি। জন্টির চোখে সেরা ফিল্ডারের তালিকায় সবার উপরে আছেন ভারতের সুরেশ রায়না।


promotional_ad

ভারতীয় এই অলরাউন্ডার সম্পর্কে বলতে গিয়ে জন্টি বলেছেন, 'আমি সারা জীবনই সুরেশ রায়নার বড় ভক্ত। আপনি জানেন সে ভারতে বেশিরভাগ সময় খেলে থাকে।সেখানে ফিল্ডিং করা সহজ নয়। সেখানে ডাইভ দেয়ার আগে আপনি ভাববেন ঝাঁপ দেবেন কি দেবেন না। রায়না এসবের তোয়াক্কা করে না।'


রায়নার পরেই ফিল্ডিংয়ে দিক দিয়ে জন্টির চোখে সেরা স্বদেশী এবি ডি ভিলিয়ার্স। এরপর তিনি রেখেছেন সাবেক ইংলিশ অধিনায়ক পল কলিংউডকে। এই তালিকার চার নম্বরে আছেন সারেক প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিবস।


জন্টি পাঁচ নম্বরে রেখেছেন সাবেক অজি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসকে। সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান মনে করেন সাইমন্ডস এমন একজন ফিল্ডার যিনি যেকোনো জায়গাতেই দুর্দান্ত ফিল্ডিং করতেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball