এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি: জাকের

ছবি: গণমাধ্যমে কথা বলছেন জাকের আলী অনিক, ক্রিকফ্রেঞ্জি

ইংলিশ এই কোচের অধীনে নতুন নতুন অনেক কিছু শেখা হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত জাকের। জাতীয় দলের এই হার্ডহিটারের প্রত্যাশা, এবারের এশিয়া কাপে শিরোপা জিতবে বাংলাদেশ দল।
আবারও সেরা দশের বাইরে মুস্তাফিজ, পেছালেন জাকের-লিটন-তানজিদরা
৩০ জুলাই ২৫
সোমবার গণমাধ্যমকে জাকের বলেন, 'আমরা এবার এশিয়া কাপে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, আমি সহ দলের সবাই এটা বিলিভ করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।'
সাম্প্রতিক সময়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব ক্রিকেটারকে আলাদাভাবে পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান। প্রত্যেককে যার যার সামর্থ্যের চূড়ায় নিয়ে যেতে চান এই ইংলিশ কোচ।
জাকের আরো বলেন, 'আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ করছে জুলিয়ান। কীভাবে আরও উন্নতি করা যায়। যারা জেনেটিক্যালি ভালো আছে, তারা কীভাবে আরও ভালো করতে পারে। যারা টাইমার, তাদেরকে কীভাবে আরও ২-৩ মিটার ভালো দূরত্ব দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে।'

বিসিবির আগামী নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম
১০ ঘন্টা আগে
'ও আসার পরেই বলছে, ‘আমি তোমাদেরকে এখানে... বেসিকের মধ্যেই আমি চেঞ্জেসটা আনতে চাচ্ছি।’ মানে ও ডিফারেন্ট কিছু দিয়ে দিবে না। তো ঐরকম কিছুই বলছে। সো যার যার প্যাটার্ন অনুযায়ী ও এই কাজটা দেওয়ার চেষ্টা করছে। যখন যে কয়টা সাউন্ড বের করতে বলে, ওইটা বের করা যায়, তখন ভালো লাগে। কিন্তু অনেক ফোর্স লাগে এটা বের করতে। সাউন্ডটা বের করতে ফোর্স লাগে, আরও এফোর্ট দিতে হয়। তো এই জিনিসগুলো ধারাবাহিকভাবে করলে অবশ্যই কাজে দিবে।'
এদিকে ফিটনেস উন্নতির লক্ষ্যে বেশ কিছুদিন আগে থেকেই কাজ করছেন নাথান কেলি। ক্রিকেটারদের জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্ট নেন তিনি। ক্রিকেটারদের কার কেমন প্রচেষ্টা তা লক্ষ্য করেন এই অস্ট্রেলিয়ান। খেলোয়াড়দের একটি মানও বেঁধে দিয়েছেন তিনি।
এ নিয়ে জাকের বলেন, 'কেলি আসার পর আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, আমরা দেখেছেন বলে মনে হচ্ছে আমাদের কস্ট হচ্ছে, আমরা সবাই ভালো অবস্থানে আছি। আমাদের সবার গায়ে ট্র্যাকার লাগানো থাকে, কে প্রথম কে দ্বিতীয় এটা দেখার বিষয় না। কে বেশী চেষ্টা করছে সেটা কেলির কাছে গুরুত্বপূর্ণ।'
আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজে ব্যাটিংয়ে নিজের ভূমিকা কেমন হবে সেটা নিয়েও কথা বলেন জাকের। টি-টোয়েন্টি ম্যাচগুলোতে পরিস্থিতি বুঝে ব্যাটিং করাই লক্ষ্য তার।
জাকের বলেন, 'আমি সাধারণত এতো গোল সেট করিনা, টি-টি-টোয়েন্টিতে আমার রোল একেক দিন একে রকম থাকে। যখন যেখানে ব্যাট করি সেখানে সেটাই করার চেষ্টা করি। আমি আলাদাভাবে কোনো গোল নিয়ে চিন্তা করি না।'