‘এখনো সেমিফাইনাল খেলার সুযোগ আছে’

ফাইল ফটো
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শুরুরভাগে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭৯ রানে হারে নুরুল হাসান সোহানরা। তবে দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩২ রানের জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় ম্যাচে আবার হোঁচট খেতে হয় পার্থ স্কচার্সের বিপক্ষে, যেখানে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

promotional_ad

এখন পর্যন্ত তিন ম্যাচে দুই হারে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে সোহানের দল। বাকি তিনটি ম্যাচের প্রতিটিই এখন হয়ে উঠেছে সেমিফাইনালে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। এই অবস্থায় দলের মানসিকতা ও প্রস্তুতি নিয়ে আশাবাদী কোচ মিজানুর রহমান বাবুল।


আরো পড়ুন

‘স্লো উইকেটে নাইম ভালো খেলে না, তাকে মানিয়ে নিতে হবে’

৩ আগস্ট ২৫
ক্রিকফ্রেঞ্জি

ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'ছেলেরা এখনও খুব ভালো মানসিকতার মধ্যে আছে। যেমন আজকে আমরা জিম করলাম, যারা খেলেনি তাদের নিয়ে আমরা প্র্যাকটিস করলাম। আমাদের এখনও সুযোগ আছে যে পরবর্তী তিনটা ম্যাচ আছে, ওইখানে যদি আমরা ভালো করতে পারি, এখনও আমাদের সেমিফাইনাল খেলার সুযোগ আছে।'


promotional_ad

উইকেট এবং কন্ডিশনের ভিন্নতা নিয়েও কথা বলেন কোচ, 'এখানে আমরা আসার পর যেমন কালকের উইকেটটা সাধারণত যেরকম উইকেট থাকে, কালকের উইকেটটা অন্যরকম উইকেট ছিল। জেতার পাশাপাশি যে শিক্ষণীয়—এই ছেলেগুলো একদিন ন্যাশনাল টিমে খেলবে।'


আরো পড়ুন

‘এ’ দলের সবারই সুযোগ আছে জাতীয় দলে খেলার: রাজ্জাক

১৭ আগস্ট ২৫
আফিফ হোসেন এবং জিসান আলম

বাবুল মনে করেন, এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতের জন্য খেলোয়াড়দের মানিয়ে নেয়ার বড় সুযোগ। ভবিষ্যতে এমন ধরনের উইকেট পেলে সুযোগ আরো ভালোভাবে কাজে লাগাবেন নাইম শেখ, আফিফ হোসেনরা- এমনটাই প্রত্যাশা তার।


বাবুল বলেন, 'এখানে বিভিন্ন পরিবেশে খেলছে, বিভিন্ন উইকেটে খেলছে, বিভিন্ন আবহাওয়ার সাথে তাদের মিলাচ্ছে। এগুলো কিন্তু প্রাপ্তি। ভবিষ্যতে যদি আবার খেলতে আসে তখন তারা বুঝবে যে এই উইকেটটা এরকম আচরণ করে, আমাদের এরকম ভাবে খেলা উচিত। হয়তো এবার আমাদের মানিয়ে নেয়াটা একটু দেরীতে হয়েছে।'


বাংলাদেশ 'এ' দলের সামনে এখনো তিনটি ম্যাচ বাকি। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে তিনটি ম্যাচে জয় পাওয়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্সের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা ধরে রাখতে চাইবে সোহানের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball