ক্রিকেট অপারেশন্স ছেড়ে এইচপিতে নাফিস

শাহরিয়ার নাফিস
ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে শাহরিয়ার নাফিসকে! সবশেষ কয়েকদিনে এমন গুঞ্জন তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ককে ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার থেকে হাই পারফরম্যান্স ইউনিটে সরিয়ে দেয়া হয়েছে।

promotional_ad

ক্রিকেট বোর্ডের দায়িত্বের নিতে ২০২১ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন নাফিস। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি ওপেনার বাংলাদেশের হয়ে ২৪ টেস্টের পাশাপাশি ৭৫ ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন। ২৪ টেস্টে ২৬.৩৯ গড়ে ১ হাজার ২৬৭ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরির সঙ্গে সাতটি হাফ সেঞ্চুরিও আছে তাঁর।


আরো পড়ুন

ফারুক ও নাফিসকে ধন্যবাদ দিলেন রিশাদ

১০ মে ২৫
ফারুক আহমেদ (বামে), রিশাদ হোসেন (মাঝে) ও শাহরিয়ার নাফিস (ডানে)

ওয়ানডেতে ৪ সেঞ্চুরি ও ১৩ হাফ সেঞ্চুরিতে ৩১.৪৪ গড়ে ২ হাজার ২০১ রান করেছেন নাফিস। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন তিনি। শেষের দিকে জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে ২০২১ সালে পেশাদার ক্রিকেট ছেড়ে দেয়ার ঘোষণা দেন বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক।


promotional_ad



আরো পড়ুন

বছরান্তর ভেন্যু বাড়িয়ে হোম-অ্যাওয়ে বিপিএলের পথে হাঁটতে চায় বিসিবি

১২ ঘন্টা আগে
বিসিবি

অবসর নেয়ার পরই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার হিসেবে কাজে যোগ দেন নাফিস। টানা কয়েক বছর কাজ করার পর সেখান থেকে তাকে সরিয়ে দিয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স ছেড়ে এইচপির ম্যানেজার হিসেবে কাজ করবেন তিনি। খুব দ্রুতই নিজের দায়িত্ব বুঝে নেবেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার।


নাফিসের জায়গায় ক্রিকেট অপারেশন্সের ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে জামাল বাবুকে। ক্রিকেট অপারেশন্সে আসার আগে এইচপির ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি। আগামী কয়েকদিনে আরও কয়েকটি বিভাগে কয়েকজনকে পরিবর্তন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball