ক্রিকেট অপারেশন্স ছেড়ে এইচপিতে নাফিস

ছবি: শাহরিয়ার নাফিস

ক্রিকেট বোর্ডের দায়িত্বের নিতে ২০২১ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন নাফিস। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি ওপেনার বাংলাদেশের হয়ে ২৪ টেস্টের পাশাপাশি ৭৫ ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন। ২৪ টেস্টে ২৬.৩৯ গড়ে ১ হাজার ২৬৭ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরির সঙ্গে সাতটি হাফ সেঞ্চুরিও আছে তাঁর।
ফারুক ও নাফিসকে ধন্যবাদ দিলেন রিশাদ
১০ মে ২৫
ওয়ানডেতে ৪ সেঞ্চুরি ও ১৩ হাফ সেঞ্চুরিতে ৩১.৪৪ গড়ে ২ হাজার ২০১ রান করেছেন নাফিস। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন তিনি। শেষের দিকে জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে ২০২১ সালে পেশাদার ক্রিকেট ছেড়ে দেয়ার ঘোষণা দেন বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক।

বছরান্তর ভেন্যু বাড়িয়ে হোম-অ্যাওয়ে বিপিএলের পথে হাঁটতে চায় বিসিবি
১২ ঘন্টা আগে
অবসর নেয়ার পরই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার হিসেবে কাজে যোগ দেন নাফিস। টানা কয়েক বছর কাজ করার পর সেখান থেকে তাকে সরিয়ে দিয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স ছেড়ে এইচপির ম্যানেজার হিসেবে কাজ করবেন তিনি। খুব দ্রুতই নিজের দায়িত্ব বুঝে নেবেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার।
নাফিসের জায়গায় ক্রিকেট অপারেশন্সের ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে জামাল বাবুকে। ক্রিকেট অপারেশন্সে আসার আগে এইচপির ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি। আগামী কয়েকদিনে আরও কয়েকটি বিভাগে কয়েকজনকে পরিবর্তন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।