টেস্টের মাঝেই বুমরাহকে ছেড়ে দিল ভারত

আন্তর্জাতিক
টেস্টের মাঝেই বুমরাহকে ছেড়ে দিল ভারত
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পিঠের পুরোনো চোট থেকে সুরক্ষা ও ভবিষ্যতের ভাবনা মাথায় ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে জসপ্রিত বুমরাহকে খেলাচ্ছে না ভারত। একাদশে না থাকলেও দলের সঙ্গে ছিলেন ডানহাতি এই পেসার। তবে ওভাল টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহকে ছেড়ে দিয়েছে সফরকারীরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ইংল্যান্ড সফরে প্রথম টেস্টেই খেলানো হয় বুমরাহ। হেডিংলিতে প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এজবাস্টন টেস্টে অবশ্য খেলানো হয়নি ডানহাতি পেসারকে। এক ম্যাচের বিরতি দিয়ে ফেরানো হয় লর্ডসে। নিজের ফেরার ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭ উইকেট। যেখানে প্রথম ইনিংসে ভারতীয় পেসারের শিকার ৭৪ রানে ৫ উইকেট।

প্রথম তিন টেস্টের বেশিরভাগ সময় ভালো ক্রিকেট খেললেও সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত। সিরিজে ফিরতে ম্যানচেস্টারে জয়ের বিকল্প ছিল না সফরকারীদের সামনে। এমন স্বাভাবিকভাবেই বুমরাহকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতের টিম ম্যানেজমেন্ট। ড্র করা ম্যাচে ৩৩ ওভারে ১১২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন ‍তিনি। ভারত থেকেই বলে আসা বুমরাহ তিন টেস্ট খেলে ফেলেছেন ম্যানচেস্টার দিয়ে।

ডানহাতি পেসার খেলার পরও একটার বেশি ম্যাচ জিততে পারেনি ভারত। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় সিরিজ ড্র করতে ওভালে জয়ের বিকল্প নেই সফরকারীদের। তবে পিঠের পুরোনো চোট থেকে সুরক্ষা ও ভবিষ্যতের ভাবনা বুমরাহকে ছাড়াই ওভালে খেলতে নেমেছেন শুভমান গিলরা। একাদশে না থাকলেও টেস্টের প্রথম দিনের ড্রেসিং রুমে দলের সঙ্গেই ছিলেন তিনি।

সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় সকালে বুমরাহকে ছেড়ে দিয়েছে ভারত। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই। ফলে টেস্টের বাকি সময়ে ড্রেসিং রুমে দেখা যাবে না তারকা এই পেসারকে। আপাতত এশিয়া কাপের আগে কোনো খেলা নেই ভারতের। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভাবনায় এশিয়া কাপে বুমরাহকে খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।

যদিও এশিয়া কাপে না খেলেন তবে মাঠে ফিরতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে বুমরাহকে। সেই সময় ওয়েস্ট ইন্ডিচের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে ভারত। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ফাঁকা সময়ে নিজের শরীরের যত্ন নেবেন তিনি। কারণে ঘরের মাঠে হতে যাওয়া বিশ্বকাপে ডানহাতি পেসারকে হারাতে চায় না ভারত।

পঞ্চম টেস্টের জন্য ভারতের স্কোয়াড— শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, ইয়াশভি জয়সাওয়াল, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরণ, কারুন নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, প্রসিধ, আকাশ দীপ, কুলদীপ যাদব, আনশুল কাম্বোজ, আর্শদীপ সিং এবং এন জগদীশান।

আরো পড়ুন: জসপ্রিত বুমরাহ