চিপকে প্রথমবার চেন্নাইকে হারাল হায়দরাবাদ
ট্রাভিস হেড—অভিষেক শর্মাদের মারকুটে ব্যাটিংয়ে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের গত মৌসুমে হয়ে উঠেছিল ‘রানরাইজার্সে’। অথচ সেই হেড—অভিষেকরা যেন চলতি মৌসুমে ব্যাট হাতে দিশা খুঁজে পাচ্ছেন না। চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও ব্যর্থ হেড-অভিষেক জুটি। ইনিংসের প্রথম ওভারেই ফিরে গেলেন ভারতীয় অভিষেক। একটু পর আউট হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার হেডও।
26 Apr 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক