promotional_ad

মুস্তাফিজের দিল্লিকে উড়িয়ে প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স

উইকেট নেয়ার পর হার্দিকের উচ্ছ্বাস, আইপিএল
প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না দিল্লি ক্যাপিটালসের। এমন সমীকরণের ম্যাচে দিল্লিকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে এবারের আইপিএলের চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে মুম্বাই।

promotional_ad

আগে ব্যাট করতে নেমে ১৮০ রানের বেশি করতে পারেনি মুম্বাই। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করেছে দিল্লি। ২৭ রানের মধ্যেই তারা হারায় ৩টি উইকেট। ফাফ ডু প্লেসি আউট হয়েছেন ৭ বলে ৬ রান করে। আর লোকেশ রাহুল আউট হন ৬ বলে ১১ রান করে।


আরো পড়ুন

মুস্তাফিজদের ওপর তাণ্ডব চালিয়ে গুজরাটকে প্লে-অফে নিলেন গিল-সুদর্শন

১৮ মে ২৫
শুভমান গিল ও সাই সুদর্শন, আইপিএল

অভিষেক পোড়েলও আউট হন ৬ রান করে। দলের এমন বিপর্যয়ে হাল ধরেছিলেন সামির রিজভি ও ভিপরাজ নিগাম। তবে তাদের জুটি বেশি লম্বা হয়নি। ভিপরাজ আউট হয়েছেন ১১ বলে ২০ রান করে। আর সামির আউট হয়েছেন ৩৫ বলে ৩৯ রান করে। আর কেউই বলার মতো রান করতে পারেননি।


promotional_ad

আশুতোষ শর্মা করেছেন ১৬ বলে ১৮। তবে তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। মুম্বাইয়ের হয়ে ৩টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ ও মিচেল স্যান্টনার। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, উইল জ্যাকস ও কর্ন শর্মা।


আরো পড়ুন

আইপিএলে ৩ ম্যাচ খেলার এনওসি পেলেন মুস্তাফিজ

১৬ মে ২৫
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মুস্তাফিজ, আইপিএল

এর আগে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। এই ম্যাচেও মুস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাজায় দিল্লি।তবে অসুস্থতার কারণে একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক অক্ষর প্যাটেল। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছেন ডু প্লেসি। বল হাতে নেমে নিজের দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে ফিরিয়ে দিল্লিকে দারুণ শুরু এনে দেন মুস্তাফিজ।


তবে দলের বাকি বোলাররা হাত খুলে রান দিয়েছেন। মুকেশ কুমার ২ উইকেট নিতে খরচ করেছেন ৪৮ রান। আর দুশমন্থ চামিরা এক উইকেট নিতে খরচ করেন ৫৪ রান। আর একটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। মুস্তাফিজ নিজের বোলিং শেষ করেন ৪ ওভারে ৩০ রান দিয়ে এক উইকেট নিয়ে।


মুম্বাইয়ের ইনিংস এদিন প্রায়ন একাই টেনেছেন সূর্যকুমার যাদব। তিনি ৪৩ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেছনে। আর শেষদিকে নামান ধীর ৮ বলে ২৪ রানের ক্যামিও খেলেন। এর বাইরে রায়ান রিকেলটন ২৫, উইল জ্যাকস ২১ ও তিলক ভার্মা করেন ২৭ বলে ২৭।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball