যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার

ছবি: ফাইল ছবি

রংপুর রাইডার্সের হয়ে খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে তাকে। আগষ্টে হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বাংলাদেশের সাবেক অধিনায়ক খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনের হয়ে। সিপিএল খেলতে যাওয়ার যুক্তরাষ্ট্রে সুপার সিক্সটি লিজেন্ডস লিগে খেলবেন তিনি।
জিএসএলে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন সাকিব
১৪ ঘন্টা আগে
৫ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্রের টি-টেন টুর্নামেন্টে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলতে দেখা যাবে তাকে। ড্রাফটের আগেই সাকিবকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফ্যালকন্সের আইকন ক্রিকেটারও সাকিবই। বাংলাদেশের অলরাউন্ডার ছাড়াও সরাসরি চুক্তিতে নাসিরকেও দলে ভিড়িয়েছে বাংলাদেশের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

ড্রাফট থেকেও বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটারকে আগামী আসরের জন্য দলে নিয়েছে ফ্যালকন্স। সব মিলিয়ে বাংলাদেশের ৯ জন ক্রিকেটার খেলবেন তাদের হয়ে। সাকিব ও নাসির ছাড়াও রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়রকে দেখা যাবে ফ্যালকন্সের জার্সিতে।
‘অধিনায়ক’ লিটনের কাছে অনেক প্রত্যাশা নাসিরের
১৪ মে ২৫
বাংলাদেশের বাইরে বিদেশি ক্রিকেটার হিসেবে রয়েছে ভারতের রিশি ধাওয়ান, শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ, অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা এবং সাউথ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট। ৫ আগষ্ট হওয়া শুরু হওয়া পার সিক্সটি লিজেন্ডস লিগের ফাইনাল হবে ১৬ আগষ্ট। ফ্যালকন্স ছাড়াও টুর্নামেন্টে খেলবে দ্য শিকাগো প্লেয়ার্স, এলএ স্ট্রাইকার্স, রেবেল ওয়ারিয়র্স, মরিসভিলে ফাইটার্স এবং ওয়াশিংটন টাইগার্স।
ডেট্রয়েট ফ্যালকন্স— সাকিব আল হাসান, নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র, ক্যামেরন ডেলপোর্ট, রিশি ধাওয়ান, শারদ লাম্বা, চন্দরপল হেমরাজ, মালিন্দা পুষ্পাকুমারা এবং অ্যান্থনি ব্রাম্বলি।