promotional_ad

মুল্ডারের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার দাপট

২৬৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন উইয়ান মুল্ডার
প্রথম টেস্টের প্রথম ইনিংসে পেস বোলিংয়ে ৪ উইকেট নেয়া উইয়ান মুল্ডার দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৪৭ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক কেশভ মহারাজ ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টে নেতৃত্বের ভারটা পড়ে মুল্ডারের কাঁধে। অধিনায়ক হয়ে নিজেকে ছাড়িয়ে গেলেন তিনি। রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে প্রথম দিন শেষ করেছেন অপরাজিত ২৬৪ রানে। মুল্ডারের ওমন ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ৪ উইকেটে সাউথ আফ্রিকার রান ৪৬৫।

promotional_ad

বুলাওয়েতে টস হেরে ব্যাটিংয়ে নামা সাউথ আফ্রিকার শুরুটা ভালো হয়নি প্রথম টেস্টের মতোই। সকালের শুরুতে জিম্বাবুয়ের পেসাররা খানিকটা বাড়তি সুবিধা পাওয়ায় লেসেগো সেনুকওয়ানে ও টনি ডি জর্জি দেখেশুনে খেলছিলেন। ইনিংসের ১০ম ওভারে এসে ১১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তানাকা শিভাঙ্গা। ডানহাতি পেসারের অফ স্টাম্পের অনেকটা বাইরের শর্ট ডেলিভারিতে পয়েন্ট দিয়ে খেলতে চেয়েছিলেন ডি জর্জি। তবে গালিতে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ নেন নিক ওয়েলস। বাঁহাতি ওপেনার ফেরেন ১০ রানে।


আরো পড়ুন

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মহারাজ, অধিনায়ক মুল্ডার

২ জুলাই ২৫
উইকেট পাওয়ার পর মহারাজের উদযাপন

একটু পর আউট হয়েছেন আরেক ওপেনার সেনুকওয়ানে। লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে তাকে ফিরিয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা। ২৪ রানে দুই ওপেনারকে হারানোর পর জুটি গড়ে তোলেন মুল্ডার ও ডেভিড বেডিংহাম। আক্রমণাত্বক ব্যাটিংয়ে মুল্ডার ৫৩ বলে এবং বেডিংহাম হাফ সেঞ্চুরি করেছেন ৫১ বলে। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই ছিলেন বেডিংহাম। তবে তাকে সেটা করতে দেননি শিভাঙ্গা। ডানহাতি পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন ৮২ রানের ইনিংস খেলে।


promotional_ad

বেডিংহামের বিদায়ে ভাঙে মুল্ডারের সঙ্গে ১৮৪ রানের জুটি। বেডিংহাম না পারলেও ১১৬ বলে সেঞ্চুরি করেন মুল্ডার। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। পাঁচে নেমে মুল্ডারের মতোই দ্রুত রান তুলতে থাকেন লুয়ান ড্রে-প্রিটোরিয়াস। দিনের তৃতীয় সেশনে ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন তারা দুজন। ১৬৭ বলে দেড়শ ছোঁয়া ডানহাতি ব্যাটার ডাবল সেঞ্চুরি করেছেন ২১৪ বলে। টেস্টে ইতিহাসের তৃতীয় অধিনায়ক হিসেবে অভিষেকেই ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন মুল্ডার।


আরো পড়ুন

দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বাতিল চান ক্লাসেন

৩ জুলাই ২৫
সেঞ্চুরির পর ক্লাসেনের উদযাপন

সাউথ আফ্রিকান ব্যাটারের আগে অধিনায়কত্বের অভিষেকে ডাবল সেঞ্চুরি আছে গ্রাহাম ডওলিং এবং শিবনারায়ণ চন্দরপলের। একমাত্র অধিনায়ক হিসেবে তিনিই আড়াইশ ছুঁঁয়েছেন। পেছনে ফেলেছেন গ্রাহামের ২৩৯ রানের ইনিংসকে। এদিকে গ্রায়েম স্মিথ, হার্শেল গিবস ও গ্যারি কারস্টেনের পর সাউথ আফ্রিকান ব্যাটার হিসেবে টেস্টের প্রথম দিনেই ডাবল সেঞ্চুরি করেছেন মুল্ডার। ডানহাতি ব্যাটারের সামনে সুযোগ আছে হাশিম হামলাকে ছাড়িয়ে যাওয়ার।


২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১১ রানের ইনিংস খেলেছিলেন আমলা। দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করা ও আমলাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে। মুল্ডারকে সঙ্গে দিয়ে সেঞ্চুরির পথে ছিলেন প্রথম টেস্টে ১৫৩ রানের ইনিংস খেলা ড্রে-প্রিটোরিয়াস। তরুণ ওপেনার শেষ বিকেলে আউট হয়েছেন ৮৭ বলে ৭৮ রানের ইনিংস খেলে। ডেওয়াল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা সময় শেষ করেছেন মুল্ডার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball