promotional_ad

প্লে-অফের জন্য বেয়ারস্টো-গ্লিসন-আসালঙ্কাকে দলে ভেড়ালো মুম্বাই

জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন ও চারিথ আসালাঙ্কা (বাম থেকে), ফাইল ফটো
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে-অফে উঠতে পারলে দলটিতে যোগ দেবেন নতুন তিন বিদেশি ক্রিকেটার। তারা হলেন জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন ও চারিথ আসালাঙ্কা। জাতীয় দলের ম্যাচ থাকায় সেসময় আইপিএল ছাড়বেন উইল জ্যাকস, রায়ান রিকেলটন ও করবিন বশ।

promotional_ad

এক বিবৃতিতে এমনটা জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন এবং চারিথ আসালাঙ্কা। বেয়ারস্টোকে দলে নেয়া হয়েছে ৫.২৫ কোটি রুপিতে, গ্লিসনকে ১ কোটি রুপিতে এবং আসালাঙ্কাকে ৭৫ লাখ রুপিতে।


আরো পড়ুন

মুম্বাইয়ে রিকেলটন-জ্যাকসের বদলি বেয়ারস্টো-গ্লিসন

১৬ মে ২৫
ফাইল ছবি

বিবৃতিতে মুম্বাই বলেছে, 'মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ লিগ ম্যাচের পর জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য উইল জ্যাকস, রায়ান রিকেলটন এবং করবিন বশ দল ছাড়বেন। তাদের বদলি হিসেবে দলে যোগ দিচ্ছেন জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন ও চারিথ আসালাঙ্কা।'


promotional_ad

'জ্যাকসের বদলি হিসেবে দলে আসছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, যাকে নেয়া হয়েছে ৫.২৫ কোটি রুপিতে। রিকেলটনের জায়গায় ১ কোটি রুপিতে এসেছেন পেসার গ্লিসন। আর করবিন বশের জায়গায় ৭৫ লাখ রুপিতে দলে যোগ দিচ্ছেন আসালাঙ্কা। মুম্বাই কোয়ালিফাই করলে তিনজনই প্লে-অফ পর্ব থেকে দলের সঙ্গে যুক্ত হবেন।'


আরো পড়ুন

বিপিএল খেলা কলেজ শিক্ষক এখন ইংল্যান্ড জাতীয় দলে

১ জুলাই ২২
রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলেছেন রিচার্ড গ্লিসন

বর্তমানে ১২ ম্যাচের মধ্যে সাতটি জয় ও ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। প্লে অফের রাস্তায় এখনো বেশ ভালোভাবেই আছে দলটি। চার নম্বর জায়গাটি পাকাপোক্ত করতে আরো দুই ম্যাচ পাচ্ছে তারা।


২১ মে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঘরের মাঠ ওয়াংখেডে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই। এই ম্যাচটি জিতলে প্লে-অফে উন্নীত হবে দলটি। এ ছাড়াও মুম্বাই শেষ ম্যাচটি খেলবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball