বৃষ্টিতে ভেসে গেছে কলকাতার প্লে-অফ স্বপ্ন

ফ্র্যাঞ্চাইজি লিগ
বৃষ্টিতে ভেসে গেছে কলকাতার প্লে-অফ স্বপ্ন
বৃষ্টিতে ভেসে গেছে কলকাতার প্লে-অফ স্বপ্ন, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
প্লে-অফের দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না কলকাতা নাইট রাইডার্সের সামনে। প্রতিপক্ষ শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু মাঠে বল গড়ানোরই সুযোগ দিল না আকাশ ভাঙা বৃষ্টি।

এমনকি ম্যাচের টসও হতে পারেনি। লম্বা অপেক্ষার পর রাত ১০টা ৪৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এক পয়েন্ট করে পেয়ে যায় দুই দল। তবে ম্যাচ বাতিলের সবচেয়ে বড় ক্ষতি হলো কলকাতার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্লে-অফে খেলার স্বপ্ন এখন আনুষ্ঠানিকভাবে শেষ।

১৩ ম্যাচে কলকাতার পয়েন্ট এখন ১২। বাকি থাকা শেষ ম্যাচ জিতলেও শীর্ষ চারে পৌঁছানো অসম্ভব। অন্যদিকে, ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এই ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল কোহলির। টেস্ট অবসরের পর প্রথমবার মাঠে নামার কথা ছিল তার। মাঠে উপস্থিত ছিলেন শত শত ভক্ত, গায়ে কোহলির ১৮ নম্বর সাদা জার্সি। কিন্তু তাদেরও ফিরে যেতে হলো হতাশ হয়ে।

৯ দিনের যুদ্ধবিরতির পর শনিবারই ফিরল আইপিএল, কিন্তু প্রথম ম্যাচটাই ভেসে গেল বৃষ্টিতে। শুরুতেই এমন ধাক্কা, স্বাভাবিকভাবেই হতাশ ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই অনেককেই হতাশা প্রকাশ করতে দেখা গেছে।

আরো পড়ুন: কলকাতা নাইট রাইডার্স