আইপিএলের ফাইনাল কলকাতাতেই হবে, বিশ্বাস গাঙ্গুলির

ছবি: কলকাতায় একটি অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি

যদিও ভারতের গণমাধ্যমের দাবি আইপিএলের ফাইনাল কলকাতা থেকে সরিয়ে নেয়া হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে সেখানকার আবহাওয়ার ওপর অনেকটাই নির্ভর করছে এই সিদ্ধান্ত। কারণ বছরের এই সময়টায় আহমেদাবাদে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।
আইপিএল স্থগিতের সিদ্ধান্ত বিসিসিআইকে নিতেই হতো: সৌরভ
১১ মে ২৫
সেই কারণেই আরও বেশ কয়েকটি বিকল্প ভেন্যুকেও ভাবনায় রেখেছে বিসিসিআই। তবে বিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন আইপিএলের ফাইনাল কলকাতাতেই হবে। তিনি আশা প্রকাশ করেছেন দ্রুতই সব সমস্যা সমাধানের।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হারিজ হয়ে গাঙ্গুলি বলেছেন, 'আমরা চেষ্টা করছি ফাইনাল ইডেনে করার। বোর্ডের সঙ্গে কথা বলছি। এত সহজে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া যায়? ইডেনেই প্লে-অফ হবে। আশা করি দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি খুবই আশাবাদী।'
রাজস্থানকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব
৩ মিনিট আগে
কলকাতা থেকে ফাইনাল সরিয়ে নেয়ার ঘটনার প্রতিবাদ করেছেন বেশ কিছু সমর্থক। গাঙ্গুলি মনে করেন প্রতিবাদ অরে খুব বেশি কিছু হয় না। তিনি মনে করেন গ্রুপ পর্বে কলকাতার ম্যাচ শেষ হয়ে যাওয়ার কারণেই আইপিএলের নতুন সূচিতে কলকাতার নাম নেই।
এ প্রসঙ্গে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, 'প্রতিবাদ করে খুব একটা কিছু হয় না। বোর্ডের সঙ্গে সিএবি-র সম্পর্ক খুব ভালো। কলকাতায় লিগের ম্যাচ শেষ হয়ে গিয়েছে বলেই নতুন সূচিতে ইডেনের নাম নেই।'
কদিন আগেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই দুজনের অবসর নিয়ে তিনি বলেছেন, 'আমি জানি এটা ওদেরই সিদ্ধান্ত। কেউ কি নিজের ইচ্ছা ছাড়া খেলা ছাড়তে পারে? বিরাটের ক্রিকেটজীবন অসামান্য। একই কথা বলব রোহিতের ক্ষেত্রেও। তবে কোহলির অবসর আমায় অবাক করেছে।'