‘আমার সেঞ্চুরি নিয়ে ভেবো না’, শেষ ওভারে শশাঙ্ককে বলেছিলেন আইয়ার
মোহাম্মদ সিরাজের করা শেষ ওভারে তিনটা রান করতে পারলেই আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি পেয়ে যেতেন শ্রেয়াস আইয়ার। অথচ সেই ওভারে স্ট্রাইক ই পাননি পাঞ্জাব কিংসের অধিনায়ক। পুরোটা ওভার খেলেছেন ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৬ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলা শশাঙ্ক সিং। প্রথম ইনিংসের খেলা শেষে ডানহাতি ব্যাটার জানিয়েছেন, আইয়ারই তাকে বলেছিলেন তার সেঞ্চুরি নিয়ে না ভাবতে।
26 Mar 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক