আইপিএল শেষ মহসিনের, লক্ষ্ণৌতে শার্দুল ঠাকুর

আইপিএল
আইপিএল শেষ মহসিনের, লক্ষ্ণৌতে শার্দুল ঠাকুর
শার্দুল ঠাকুর (বামে) ও মহসিন খান (ডানে), ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এসিএলের মতো ভয়ঙ্কর চোটে আক্রান্ত মহসিন খান। এই ইনজুরির কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আর খেলা হচ্ছে না এই পেসারের। তার বদলে শার্দুল ঠাকুরকে দলে নিলো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

মহসিন ছিটকে গেলে বিকল্প হিসেবে শার্দুলকে আরও আগে থেকেই ভেবে রেখেছিল লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি। কেননা চোটের কারণে এবারের আইপিএলের প্রথম ভাগে খেলতে পারবেন না দলটির আরেক পেসার মায়াঙ্ক যাদবও।

মূলত পিঠের নিচের অংশের বা স্ট্রেসজনিত চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই পেসার। বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসনে আছেন মায়াঙ্ক। আর তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি।

মহসিনও আছেন বেঙ্গালুরুতে। মায়াঙ্ক ফিট হলে হয়ত মহসিনের বিকল্প খুঁজতো না দলটি। কিন্তু দলের দুই গুরুত্বপূর্ণ পেসার একসঙ্গে চোটে পড়ায় শার্দুলকে দলে টানতে একরকম বাধ্য হয় লক্ষ্ণৌ। দলটির প্রথম ম্যাচ ২৪ মার্চ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই ম্যাচটি বিশাখাপত্তনমে। শার্দুলকে তাই মহসিন ছিটকে পড়ার আগেই বিশাখাপত্তনমে যেতে বলা হয়। 

লক্ষ্নৌর টিম ডিরেক্টর জহির খান অবশ্য কদিন আগেও পেসারদের ইনজুরি নিয়ে বেশি কিছু বলেননি, 'দলে কয়েকজনের চোট রয়েছে। আমরা ইতিবাচক চিন্তাভাবনা করছি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছু ক্রিকেটার এনসিএ-তে রয়েছে। ফিজ়িওদের সঙ্গে সময় কাটাচ্ছে। এখন তাদের নিয়ে কিছু বলা ঠিক হবে না।'

শার্দুল দলে যোগ দেয়ায় পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন তিনিই। তার সঙ্গে থাকবেন ওয়েস্ট ইন্ডিজ়ের শামার জোসেফ। লক্ষ্ণৌ দলে তিনিই একমাত্র বিদেশি পেসার। দলে রাজবর্ধন হাঙ্গারেকার এবং প্রিন্স যাদবের মতো তরুণ পেসারেরাও আছেন।
 

আরো পড়ুন: শার্দুল ঠাকুর