টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১১ বলে ২৪ রান করে অভিষেক শর্মা ফিরলেও রাজস্থানের পেসারদের উপর তাণ্ডব চালাতে থাকেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার ওপেনারের সঙ্গে তাল মিলিয়ে খেলেছেন ইশান কিশানও। ৩১ বলে ৬৭ রান করে হেড ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে সানরাইজার্স হায়দরাবাদকে ২৮৬ রানের পুঁজি এনে দিয়েছেন ইশান।
তার ৪৫ বলে সেঞ্চুরির দিনে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান পায় হায়দরাবাদ। ৪৭ বলে ১১টি চার ও ছয়টি ছক্কায় ১০৬ রানে অপরাজিত থাকেন ইশান। এরপর সাঞ্জু স্যামসনের ৩৭ বলে ৬৬ এবং ধ্রুব জুরেলের ৩৫ বলে ৭০ রানের ইনিংসে ছয় উইকেটে ২৪২ রান তোলে রাজস্থান।
ম্যাচ শেষে ইশান বলেন, 'সত্যি কথা বলতে, কিছুটা নার্ভাস তো অবশ্যই ছিলাম। আমি এটা অস্বীকার করব না। প্যাট এবং কোচ অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। মাঝখানে আমি আমার সময়টা উপভোগ করেছি। আমি খুব কঠোর অনুশীলন করছিলাম। প্রস্তুতি খুব ভালো ছিল এবং আমি আত্মবিশ্বাসী বোধ করেছি।'
'যখন আপনি অভিষেক এবং হেডকে এই ধরণের খেলা খেলতে দেখতে পাচ্ছেন, তখন আপনি সেই আত্মবিশ্বাস পাবেন। আপনার মনে হবে আপনি খুব তাড়াতাড়ি ব্যাটিং করছেন অথবা এমন সময়ে যখন বোর্ডে প্রচুর রান রয়েছে। প্রতিটি খেলায় এতটা স্কোর করা খুব কঠিন। প্যাট এবং কোচ উপভোগ করার কথা বলছিলেন। শুধু বলেছেন 'শুধু তোমার স্বাভাবিক খেলাটা খেলো।'
আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ইশান। ২০১৬ এবং ২০১৭ মৌসুম সেই দলের হয়ে কাটানোর পর টানা সাতটি মৌসুম মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ইশান। সর্বশেষ নিলামে ১১.২৫ কোটিতে তাকে দলে ভেড়ায় হায়দরাবাদ।