এই সুযোগ দু'হাতে লুফে নিতে চান নায়ার

আন্তর্জাতিক
এই সুযোগ দু'হাতে লুফে নিতে চান করুন নায়ার
করুন নায়ার, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সাত বছর পর আবার জাতীয় দলে ফিরলেন করুন নায়ার। এক সময় ট্রিপল সেঞ্চুরি করে নজরে এলেও অনেকটা সময় জাতীয় দলের বাইরে থাকতে হয় এই ব্যাটারকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করেও সুযোগ আসেনি। অবশেষে এবার জাতীয় দলে ফেরার পালা নায়ারের।

সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি টেস্টে ডাবল সেঞ্চুরি করেন নায়ার। এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে আটটি ম্যাচে করেন ১৯৮ রান। ফর্ম বিবেচনাতেই নির্বাচকদের নজরে পড়েন তিনি। হঠাৎ করেই পাওয়া এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন নায়ার।

বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিও বার্তায় নায়ার বলেন, 'খুবই ভালো লাগছে। আবার এই সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এই সুযোগ দু'হাতে লুফে নিতে চাই।'

দীর্ঘ ব্যবধানের পর জাতীয় দলে নায়ারকে স্বাগত জানান ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তার মতে, এই প্রত্যাবর্তন মোটেই সহজ কিছু নয়। নায়ার যেভাবে ফিরে এসেছেন তা দলের জন্য ইতিবাচক বার্তা বলে দাবি করছেন তিনি।

গম্ভীর বলেন, 'প্রত্যাবর্তন সহজ নয়। তাও আবার সাত বছর পর। আগের বছরটা ওর অসাধারণ গিয়েছে। প্রচুর রান করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, হার না মানা মনোভাব। সেটা গোটা দলের কাছে অনুপ্রেরণার।'

রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর মিডল অর্ডারে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে নায়ারের জন্য। কাউন্টি ক্রিকেটে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলার অভিজ্ঞতা তার পক্ষে যেতে পারে।

সেখানেও একটি ডাবল সেঞ্চুরিসহ ৪৮.৭০ গড়ে ৪৮৭ রান করেন নায়ার। নায়ারকে কোন পজিশনে খেলানো হবে, সেটি অবশ্য এখনও নিশ্চিত করে বলেননি গম্ভীর।

আরো পড়ুন: করুন নায়ার