
এই সুযোগ দু'হাতে লুফে নিতে চান নায়ার
সাত বছর পর আবার জাতীয় দলে ফিরলেন করুন নায়ার। এক সময় ট্রিপল সেঞ্চুরি করে নজরে এলেও অনেকটা সময় জাতীয় দলের বাইরে থাকতে হয় এই ব্যাটারকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করেও সুযোগ আসেনি। অবশেষে এবার জাতীয় দলে ফেরার পালা নায়ারের।