‘মনে হচ্ছে আমি প্রস্তুত’, পিএসএলে মাঠে নামার আগে সাকিব

ছবি: লাহোরের অনুশীলনে সাকিব আল হাসান, ফেসবুক পেজে পাওয়া

যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটিয়ে ক্রিকেটে ফেরার চেষ্টা করছিলেন সাকিব। এরপর নিজ উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে এসে অনুশীলন শুরু করেন তিনি। ভারত-পাকিস্তান উত্তেজনায় পিএসএল স্থগিত হলেও আবার শুরু হওয়া আসরে খেলোয়াড় সংকটে সাকিবের সুযোগ আসে লাহোর কালান্দার্সে। তার মাঠে নামাটাও অনেকটাই নিশ্চিত।
ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
১৭ মে ২৫
লাহোর প্রকাশিত ভিডিও বার্তায় সাকিব বলেন, 'আমি যখনই পাকিস্তানে আসি, উপভোগ করি। ক্রিকেট খেলতে আসার জন্য পাকিস্তান আমার জন্য একটি ভালো জায়গা। এখানে আবার আসতে পেরে খুবই ভালো লাগছে।'

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে লাহোর ও পেশোয়ার। ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানা ঝড় পেরিয়ে এই ম্যাচে ফিরছেন সাকিব। বেশ কয়েকমাস আগে দেশে ফিরে অবসর নেয়ার ইচ্ছা পোষণ করলেও সেই ইচ্ছা পূরণ হয়নি তার ।
সাকিবের সঙ্গে নতুন করে পিএসএলে যোগ দিলেন যারা
১৬ মে ২৫
রাজনৈতিক পরিস্থিতি এবং মামলার কারণে সেই পথ বন্ধ হয়ে যায় সাকিবের জন্য। বাংলাদেশের হয়ে সর্বশেষ তিনি খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে, ভারতের কানপুরে টেস্টে। এরপর ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে পড়ে যান জটিলতায়। তিন দফা পরীক্ষার পর অবশেষে ছাড়পত্র মেলে, কিন্তু ক্রিকেটে ফেরা হচ্ছিল না।
লাহোরের অনুশীলন সেশন শেষ করে সাকিব আরো বলেন, 'আমি কয়েক ওভার বল করতে চেয়েছি ছন্দে ফেরার জন্য। এবং আমি যেটা পেতে চাচ্ছিলাম, সেটা পেয়েছি। অনেক দিন পরে ম্যাচ খেলছি, তবে আমি পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। ব্যাট, বল আর ফিল্ডিংয়ে প্রস্তুতি নিয়েছি। মনে হচ্ছে আমি প্রস্তুত।'