এটা আমার জন্য স্পেশাল ইনিংস: ইমন

বাংলাদেশ
এটা আমার জন্য স্পেশাল ইনিংস: ইমন
৫৩ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন পারভেজ হোসেন ইমন, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দ্রুততম সেঞ্চুরি ও ছক্কার রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন। শারজাহতে ৫৪ বলে ১০০ রানের ইনিংসে তিনি মেরেছেন ৯টি ছক্কা, যা বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ। তার ব্যাটে ভর করে বাংলাদেশ তোলে ১৯১ রান। পরে তানজিম হাসান সাকিব- মুস্তাফিজুর রহমানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত হয় ২৭ রানে।

এই ম্যাচে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন ইমন। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তামিম যেখানে শতক করেছিলেন ৬০ বলে, পারভেজের লেগেছে ৫৩ বল। আর তাই এটিই এখন বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি।

তবে ইমন ছাড়া দলের বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে 'অতিরিক্ত' থেকে। মাঝে তাওহীদ হৃদয় করেছেন ১৫ বলে ২০ রান। পাওয়ার প্লে'তে ৫৫ রান তোলার পরও মাঝের ওভারগুলোতে রান তোলার গতি কমে যায়, ১১ থেকে ১৫ ওভারে আসে মাত্র ৩১ রান। শেষ ৫ ওভারে ৫৭ রান উঠলেও দুইশ পার করতে পারেনি বাংলাদেশ।

ম্যাচ শেষে নিজ ইনিংস নিয়ে ইমন বলেন, 'এটা আমার জন্য স্পেশাল ইনিংস। আমার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি… আমি চেষ্টা করেছি উইকেট বুঝে নিজের প্রক্রিয়ায় থাকতে এবং নিজের পরিকল্পনায় থেকে এগিয়ে যেতে।'

এই জয়ে বাংলাদেশ সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, একই ভেন্যুতে। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।

ইমন বলেন, 'একটা ম্যাচ জিতেছি। আরেকটা বাকি আছে। চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই যদি নিজেদের সেরাটা দেই তাহলে সিরিজটা জিততে পারব।'

আরো পড়ুন: পারভেজ হোসেন ইমন