নাহিদ-রিশাদের ভিসা জটিলতার সমাপ্তি, দেশে ফিরছেন নাসুম

বাংলাদেশ
নাহিদ-রিশাদের ভিসা জটিলতার সমাপ্তি, দেশে ফিরছেন নাসুম
নাসুম আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন (বাম থেকে), ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রিশাদ হোসেন ও নাহিদ রানার ভিসা সমস্যার অবসান হয়েছে। দুবাইয়ে টানা তিনদিন বিমানবন্দরে আটকে থাকার পর তারা অবশেষে বাংলাদেশের টি–টোয়েন্টি দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে জরুরি বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো নাসুম আহমেদকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংযুক্ত আরব আমিরাত সফরের শুরু থেকেই জটিলতায় পড়েন লেগ স্পিনার রিশাদ ও পেসার নাহিদ। বৈধ ভিসা না থাকায় দুবাই বিমানবন্দরে আটকে থাকতে হয় তাদের। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যে পাঠানো হয় বাঁহাতি স্পিনার নাসুমকে।

বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'এখানে ভিসা সংক্রান্ত জটিলতা হচ্ছিল। যার কারণে আমরা নাসুমকে দুবাইতে এনেছিলাম। কিন্তু এখন আর সমস্যা নেই। নাহিদ ও রিশাদ দলের সঙ্গে যোগ দিয়েছে। আর তাই নাসুমকে দেশে পাঠানো হচ্ছে।'

বাংলাদেশের টি–টোয়েন্টি দল এখন সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ খেলছে। রিশাদ ও নাহিদ এখন থেকে প্রস্তুতির বাকি অংশে অংশ নিতে পারবেন এবং দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগও তৈরি হয়েছে তাদের জন্য।

নাসুমকে যখন আরব আমিরাতে পাঠানো হয়, তখন তিনি ছিলেন সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে। যদিও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। তবে দ্বিতীয় ম্যাচে তাকে খেলানো হতে পারে, এমনটাই জানান ফাহিম।

নাসুমের দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, রোববারই তার ফেরার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের ম্যাচে খেলার জন্য দ্রুতই ঢাকা ফেরত পাঠানো হচ্ছে তাকে।

আরো পড়ুন: নাসুম আহমেদ