
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ নয় ভাগ্যের দিকে তাকিয়ে বাংলাদেশ
এশিয়া কাপে সুযোগ পেয়েই বাজিমাত করলেন নাসুম আহমেদ। আগের দুই ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছিল বাঁহাতি এই স্পিনারকে। আফগানিস্তানের বিপক্ষে ফিরেই ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। এর মধ্যে ইনিংসের প্রথম বলেই আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটলকে আউট করেন নাসুম।