promotional_ad

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি
এনামুল হক বিজয়, নাইম শেখের সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না আফিফ হোসেন, নুরুল হাসান সোহানরা। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে একাই টেনেছিলেন হাফ সেঞ্চুরিয়ান ইয়াসির আলী রাব্বি। শেষের দিকে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে বাংলাদেশের রান দুইশ পার করেন নাসুম আহমেদ। ২২৭ রান তাড়ায় কাজটা কঠিন হওয়ার কথা ছিল না নিউজিল্যান্ডের ব্যাটারদের। তিন স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম ও নাঈম হাসান দুটি করে উইকেট পেলেও সফরকারীদের জয় আটকাতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে কিউইরা।

promotional_ad

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্রাউন্ড—টুতে জয়ের জন্য ২২৭ রান তাড়ায় নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন রেস মারিয়ু ও ডেল ফিলিপস। আক্রমণাত্বক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৭১ রান তোলে তারা। পাওয়ার প্লে শেষের পর তাদের দুজনের জুটি ভাঙেন নাসুম। বাঁহাতি স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়েছেন মারিয়ু। ডানহাতি ব্যাটার আউট হয়েছেন ৩৩ রানে।


আরো পড়ুন

নাসুমের শেষের ঝলকে শিরোপার আশা বাঁচিয়ে রাখলো মোহামেডান

২৬ এপ্রিল ২৫
ক্রিকফ্রেঞ্জি

সফরকারীদের রান একশ হওয়ার আগে আরেক ওপেনার ফিলিপসকে ফিরিয়েছেন নাঈম। ডানহাতি অফ স্পিনারের বলে অন সাইডে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি। ২ ছক্কা ও ৩ চারে ৪৬ বলে ৩৪ রান করেছেন ফিলিপস। একটু পর আউট হয়েছেন নিক কেলিও। মোসাদ্দেকের বলে ফ্লিক করতে গিয়ে বোল্ড হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। বাঁহাতি ব্যাটার ফিরেছেন ৩৩ বলে ১৯ রানের ইনিংস খেলে।


সাবলীল ব্যাটিং করতে থাকা ৩৩ রান করা জো কার্টারের উইকেট নিয়েছেন নাসুম। মোহাম্মদ আব্বাসের উইকেট নিয়েছেন আরেক স্পিনার নাঈম। পরের ওভারে কার্টিস হিফিকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মোসাদ্দেক। তিন স্পিনার কল্যাণে ১৬৬ রানে ৬ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। দ্রুত রান তুলতে না পারলেও ধীরগতির ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন ডিন ফক্সক্রফ্ট ও জ্যাক ফকস। যেখানে ফক্সক্রফ্ট ৩৬ ও ফকস ২৮ রানে অপরাজিত ছিলেন।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই নাইমের উইকেট হারায় স্বাগতিকরা। জ্যাক ফকসের অফ স্টাম্পের অনেকটা বাইরের গুড লেংথ ডেলিভারিতে খোঁচা দিতে গিয়ে স্লিপে মারিয়ুকে ক্যাচ দিয়েছেন ৪ রান করা নাইম। একটু পর আউট হয়েছেন আরেক ওপেনার বিজয়। বেন লিস্টারের অফ স্টাম্পের বাইরের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।


promotional_ad

প্রথম দুই ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে না পারা ডানহাতি ব্যাটার শেষ ম্যাচে ফিরেছেন ২ রানে। দ্রুতই দুই উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন সাইফ হাসান ও ইয়াসির। তাদের দুজনের জুটি ভাঙেন জেডন লেনক্স। বাঁহাতি স্পিনারের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে জশ ক্লার্কসনকে ক্যাচ দিয়েছেন সাইফ।


আরো পড়ুন

ইয়াসির, শামীম, অঙ্কনদের ‘ঝড়’ নিয়ে বিপিএল শেষে আলাপ করতে চান সোহান

৩১ ডিসেম্বর ২৪
মাহিদুল ইসলাম অঙ্কন (বামে), ইয়াসির আলী রাব্বি (মাঝে), শামীম হোসেন পাটোয়ারী (ডানে), ক্রিকফ্রেঞ্জি

সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া ডানহাতি ব্যাটার আউট হয়েছেন ২৫ বলে ৩১ রানের ইনিংস খেলে। শেষ একদিনের ম্যাচে সুযোগ পাওয়া আফিফ ফিরেছেন মাত্র ১ রানে। আগের ম্যাচে সেঞ্চুরি করা সোহানও টিকতে পারেননি বেশিক্ষণ। আদি অশোকের বলে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন ১২ রান করা এই ব্যাটার। ব্যাটিংয়ে সুবিধা করে উঠতে পারেননি মোসাদ্দেকও। চার মেরে রানের খাতা খোলা ডানহাতি ব্যাটার অশোকের পরের বলেই ফিরেছেন সীমানায় ক্যাচ দিয়ে।


১০৪ রানে ৬ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন ইয়াসির ও নাসুম। তারা দুজনে মিলে যোগ করেন ৪২ রান। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকা ইয়াসির ৫৭ বলে পেয়েছেন সেঞ্চুরি। তবে পঞ্চাশ ছোঁয়ার পর দ্রুতই ফিরতে হয়েছে তাকে। লিস্টারের বাউন্সারে পুল করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন ৬৩ রানের ইনিংস খেলা ইয়াসির।


নাঈম ও মুকিদুল দ্রুত ফিরলেও ইবাদতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রান বাড়াতে থাকেন নাসুম। বাকিরা যেখানে দাঁড়াতেই পারছিলেন না নাসুম যেখানে নিজের সাবলীল ব্যাটিংই করছিলেন। একের পর এক বাউন্ডারিতে ৭৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন নাসুম। ইবাদতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রান দুইশ পার করেছেন তিনি। শেষ ব্যাটার হিসেবে নাসুম আউট হয়েছেন ৬৭ রানে।


সংক্ষিপ্ত স্কোর—


বাংলাদেশ ‘এ’ দল— ২২৭/১০ (৪৭.৩ ওভার) (সাইফ ৩১, ইয়াসির ৬৩, নাসুম ৬৭; অশোক ৩/৪৪, ফক্সক্রফট ২/৩২, লেনক্স ২/৩৫)


নিউজিল্যান্ড ‘এ’ দল— ২৩১/৬ (৪৮.২ ওভার) (ফক্সক্রফ্ট ৩৬*, মারিয়ু ৩৩, ফিলিপস ৩৪, কার্টার ৩৩; নাঈম ২/৩০, নাসুম ২/৩৬, মোসাদ্দেক ২/৪৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball