সোহানের সেঞ্চুরিতে জিতল ধানমন্ডি

ঘরোয়া
সোহানের সেঞ্চুরিতে জিতল ধানমন্ডি
ক্যারিয়ার সেরা ১৩২ রানের ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পাওয়া হাফ সেঞ্চুরিতে প্রথম ম্যাচেই ধানমন্ডি স্পোর্টস ক্লাবের জয়ের নায়ক ছিলেন নুরুল হাসান হোসেন। পরের কয়েক রাউন্ডে ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারছিলেন না ধানমন্ডির অধিনায়ক। অবশেষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দলের বিপর্যয় সামাল দিয়েছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩১ বলে খেলেছেন অপরাজিত ১৩২ রানের ইনিংস। সোহানের এমন ইনিংসেই ২৭৭ রানের পুঁজি পায় ধানমন্ডি।

তিনশর কাছাকাছি রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় শাইনপুকুর। রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিন সাব্বির ছাড়া কেউই দাঁড়াতে পারেনি। যদিও তাদের দুজনের কেউই হাফ সেঞ্চুরি করতে পারেননি। পেসার কামরুল ইসলাম রাব্বির তিনটি ও স্পিনার সানজামুল ইসলামের চার উইকেটে শাইনপুকুর গুটিয়ে গেছে ১৮০ রানে। ডিপিএলের পঞ্চম রাউন্ডে শাইনপুকুরকে ৯৭ রানে হারিয়েছে ধানমন্ডি। 

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে জয়ের জন্য ২৭৮ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারে মইনুল ইসলাম তন্ময়কে ফিরিয়েছেন রাব্বি। ডানহাতি পেসারের বলে জাকিরুল আহমেদ জেমকে ক্যাচ দিয়েছেন তিনি। পাওয়ার প্লে শেষের আগে রানা শেখও ফিরে গেছেন। আনামুল হক আনামের বলে বোল্ড হয়েছেন ১৩ রান করা এই ওপেনার। একটু পর অনিক সরকারও আউট হয়েছেন জিয়াউর রহমানের বলে। 

৪৩ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন রহিম ও মিনহাজুল। তারা দুজনে মিলে যোগ করেন ৬৭ রান। রহিমকে ফিরিয়ে জুটি ভাঙেন সানজামুল। আরেক ব্যাটার মিনজাজুল আউট হয়েছেন ৫১ বলে ৩৫ রান করে। শেষের দিকে আলী মোহাম্মদ ওয়ালিদের ২২ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। শাইনপুকুরকে ১৮০ রানে অল আউট করার দিনে রাব্বি তিনটি ও সানজামুল চারটি উইকেট নিয়েছেন। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ধানমন্ডিরও। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে গেছেন জাকিরুল। ফজলে মাহমুদ রাব্বি ও ইয়াসির আলী রাব্বিও আউট হয়েছেন পাওয়ার প্লে শেষের আগেই। হাবিবুর রহমান একপ্রান্ত আগলে রাখলেও ৪৫ রানে থামতে হয়েছে তাকে। রায়ান রাফসান রহমানের বলে বোল্ড হয়ে ফিরেছেন ডানহাতি এই ওপেনার। ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে ধানমন্ডি। 

সানজামুলকে সঙ্গে নিয়ে সেই বিপদ সামাল দিয়েছেন সোহান। দারুণ ব্যাটিংয়ে ৬৪ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন। ৪০ রানের ইনিংস খেলা সানজামুলকে ফিরিয়ে তাদের দুজনের ১১৩ রানের জুটি ভাঙেন আনোয়ার হোসেন। তবে ধানমন্ডিকে বড় পুঁজি এনে দিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে সোহান থামেন ১৩২ রানে। শাইনপুকুরের হয়ে রায়ান তিনটি এবং রাফিউজ্জামান রাফি ও আলী মোহাম্মদ দুটি উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: নুরুল হাসান সোহান