‘হৃদয় নিংড়ে’ দিতে পারলে সোহান-সাইফকে ব্যাক করবে টিম ম্যানেজমেন্ট

ছবি: ফাইল ছবি

জাতীয় ক্রিকেট লিগের(এনসিএল) টি-টোয়েন্টিতে ভালো করার পর বিপিএলে রংপুর রাইডার্সের হয়েও রান করেছিলেন সোহান। ওয়ানডে ফরম্যাটে ডিপিএলেও ডানহাতি ব্যাটার দুইটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে করেছিলেন ৫১২ রান। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি আছে দুইটা। গ্লোবাল সুপার লিগ, অস্ট্রেলিয়াতে হওয়া টপ এন্ড টি-টোয়েন্টির পাশাপাশি আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচেও মারকাটারি ব্যাটিংয়ে আলো কেড়েছেন সোহান।
সোহান সঠিক সময়ে বাংলাদেশ দলে জায়গা পেয়েছে: রাজিন
২৬ আগস্ট ২৫
নিয়মিত পারফর্ম করার পরই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তিনি। ডানহাতি উইকেটকিপার ব্যাটারের ভালো ক্রিকেট চোখ এড়ায়নি লিটনেরও। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন সোহানকে দলে পেয়ে। তবে এটাও মনে করিয়ে দিয়েছেন, কদিন আগেই যারা জাতীয় দল থেকে বাদ পড়েছেন তারা কেউই খারাপ ক্রিকেটার নন।

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘দেখুন—আমি খুবই খুশি আমার দলে দুজন খেলোয়াড় অন্তর্ভূক্ত হয়েছে। এমন না যারা এখন দলে নেই তারা খারাপ খেলোয়াড়। তারাও বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে এবং অদূর ভবিষ্যতে আবারও হয়ত তারা কামব্যাক করবে। সোহান ও সাইফ বিগত অনেকগুলো বছর ধরে ভালো ক্রিকেট খেলছে। বিশেষ করে সোহান ভাই তো অনেকদিন ধরেই মোটামুটি ভালো ক্রিকেট খেলছে।’
পাওয়ার হিটিংয়ে লিটনদের প্রথম পরীক্ষা নেদারল্যান্ডস সিরিজ
৬ ঘন্টা আগে
সোহানের মতো ঘরোয়াতে নিয়মিত পারফর্ম করছেন সাইফও। বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১১৯.০৭ স্ট্রাইক রেটে ১৩ ম্যাচে ৩০৬ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে ১৫ ম্যাচে করেছিলেন ৫৪৫ রান। এ ছাড়া গ্লোবাল সুপার লিগ, প্রস্তুতি ম্যাচেও পারফর্ম করেছেন তিনি। অস্ট্রেলিয়াতে হওয়া টপ এন্ড টি-টোয়েন্টিতেও হেসেছে তাঁর ব্যাট। কদিন আগেই গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়ের আশায় সাইফকে দলে নিয়েছেন তারা। প্রধান নির্বাচকের সঙ্গে সুর মিলিয়ে লিটনও জানালেন প্রায় একই কথা।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘সাইফের ক্ষেত্রে গত বিপিএল, গ্লোবাল সুপার লিগ এবং অস্ট্রেলিয়াতেও একটা সিরিজ খেলে এলো। তাঁর যে খেলার ধরন ছিল এবং আমার কাছে মনে হয় আমাদের একজন খেলোয়াড় দরকার ছিল যে কিনা মাঝের ওভারগুলোতে একটু আগ্রাসী মানসিকতা নিয়ে ক্রিকেট খেলতে পারবে। আবার যার কাছ থেকে এক-দুই ওভার বোলিংও পাওয়া যাবে। ওই জন্যই কিন্তু সাইফকে নেয়া হয়েছে। সুতরাং আশা করব সাইফের যে সামর্থ্য আছে, আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে যেভাবে ক্রিকেট খেলেছে সেটা এখানেও খেলার চেষ্টা করবে।’
তাদের দুজনকে পর্যাপ্ত সুযোগ দেয়া কিংবা ব্যাক করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘যদিও তারা সুযোগ পায় আমি চাইব তারা যেন বাংলাদেশের জন্য তাদের সেরা ক্রিকেটটা খেলতে পারে। শুধুমাত্র দুই-এক ম্যাচ পরেই বাদ পড়বে ব্যাপারটা এমন না। টি-টোয়েন্টি ফরম্যাটে আপনি যেকোনো সময়ই আগ্রাসী ক্রিকেট খেলার জন্য আউট হয়ে যেতে পারেন। এটা আমরা ম্যানেজমেন্ট বুঝব খেলোয়াড়টা কিরকম খেলার চেষ্টা করেছে। যদি বুঝি সে দলের জন্য সবকিছু দিতে প্রস্তুত তাহলে অবশ্যই টিম ম্যানেজমেন্ট তাকে ব্যাক করবে।’