এশিয়া কাপে শেবাগের ‘গেম চেঞ্জার’ অভিষেক-বুমরাহ

অভিষেক শর্মা ও জসপ্রিত বুমরাহ
কদিন পরেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এশিয়া কাপের জন্য ভারত শক্তিশালী দল ঘোষণা করেছে। দলে আছে একাধিক চমক। সহ-অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন শুভমান গিল। এ ছাড়া অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহর দিকে নজর থাকবে সবার।

promotional_ad

এশিয়া কাপে ভারত খেলবে 'এ' গ্রুপে। তাদের সঙ্গে একই গ্রুপে আছে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমান। ১০ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে ভারত। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ। এই টুর্নামেন্টের তুরুপের তাস কারা হতে পারেন তা নিয়ে খোলামেলা কথা বলেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।


আরো পড়ুন

শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে হাসারাঙ্গা

৫ ঘন্টা আগে
ওয়ানিন্দু হাসারাঙ্গা

শেবাগ গেম চেঞ্জার হিসেবে বেছে নিয়েছেন বুমরাহ-অভিষেক ও বরুণ চক্রবর্তীকে। ভারতের সাবেক এই অধিনায়ক মনে করেন তারা যে কোনো দিন যে কারো বিপক্ষে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। আর ভারত টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন। তাই এই ফরম্যাটে ভারত অন্যতম শক্তিশালীও।


promotional_ad

সনি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘অভিষেক শর্মা গেম চেঞ্জার হতে পারে। বুমরাহ তো সবসময়ই গেম চেঞ্জার। আর বরুণ চক্রবর্তী রহস্যময় বোলিংয়ে সবসময় কার্যকর, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। এরা এমন কিছু ক্রিকেটার, যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।'


আরো পড়ুন

এশিয়া কাপে খেলবেন সূর্যকুমার, খেলতে আগ্রহী বুমরাহও

১৭ আগস্ট ২৫
জসপ্রিত বুমরাহ ও সূর্যকুমার যাদব, ফাইল ফটো

এদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে তিনটির বেশি টেস্ট খেলতে পারেননি জসপ্রিত বুমরাহ। এশিয়া কাপে ভারতের এই পেসার খেলতে পারবেন কিনা তা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে সব ধোঁয়াশা উড়িয়ে এশিয়া কাপে খেলছেন বুমরাহ। শেবাগ পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পক্ষে মত দিয়েছেন। বিশেষ করে বড় টুর্নামেন্টে পেসারদের ফিট থাকা জরুরী মনে করেন তিনি।


শেবাগ বলেছেন, ‘ব্যাটসম্যানদের জন্য তেমন সমস্যা নেই, কিন্তু ফাস্ট বোলারদের ফিটনেস ধরে রাখতে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট জরুরি। সঠিকভাবে পরিচালিত হলে তারা দীর্ঘ সময় খেলতে পারবে। বড় টুর্নামেন্টে ভারতের সাফল্যের জন্য সব ফাস্ট বোলারের ফিট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball