শ্রীলঙ্কার এশিয়া কাপের দলে হাসারাঙ্গা

ছবি: ওয়ানিন্দু হাসারাঙ্গা

এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। দলে আছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এশিয়া কাপে খেলবেন তারকা পেসার মাথিশা পাথিরানাও। এর আগেই অবশ্য জিম্বাবুয়ে সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সেই স্কোয়াডে জায়গা হয়নি হাসারাঙ্গার।
হার-জিত নয় ভালো খেলাই লক্ষ্য বাংলাদেশের
৬ ঘন্টা আগে
লঙ্কান এই অলরাউন্ডার গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এবং সেই কারণে জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত ১৭ সদস্যের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি।
হাসারাঙ্গা এশিয়া কাপের দলে ঢুকেছেন দুশান হেমন্থর জায়গায়। দলে আর একমাত্র অন্য পরিবর্তন অনভিষিক্ত ব্যাটার বিশেন হালামবাগেকে বাদ দেওয়া হয়েছে। হাসারাঙ্গার ফেরায় এশিয়া কাপের জন্য ঘোষিত দলে মোট চারটি পরিবর্তন এসেছে বাংলাদেশের সর্বশেষ সিরিজ খেলা দলটি থেকে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলেও নেই হাসারাঙ্গা, অনিশ্চিত এশিয়া কাপেও
১২ ঘন্টা আগে
বাদ পড়েছেন আভিষ্কা ফার্নান্দো, দীনেশ চান্দিমাল, জেফ্রি ভ্যানডারসে ও ইশান মালিঙ্গা। তাদের জায়গায় দলে ফিরেছেন ব্যাটার নুয়ানিদু ফার্নান্ডো ও কামিল মিশারা, সঙ্গে আছেন পেসার দুশমান্থ চামিরা। এশিয়া কাপে শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটিং সামলাবেন কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা এবং কুশল পেরেরা।
এ ছাড়াও দলে রয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ অলরাউন্ডার—অধিনায়ক চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস এবং দুনিথ ওয়েলালাগে। শ্রীলঙ্কা তাদের এশিয়া কাপ মিশন শুরু করবে আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে। এরপর তারা ১৫ সেপ্টেম্বর হংকং এবং ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে। আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই শ্রীলঙ্কা জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা।
এশিয়া কাপ স্কোয়াড-
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানা।