শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলেও নেই হাসারাঙ্গা, অনিশ্চিত এশিয়া কাপেও

বাংলাদেশ সিরিজের পাওয়া ইনজুরিতে এশিয়া কাপে অনিশ্চিত ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফাইল ফটো
আসন্ন এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারাঙ্গার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি এই অলরাউন্ডারকে।

promotional_ad

গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন হাসারাঙ্গা। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও ছিলেন না। এবার টি-টোয়েন্টি সিরিজেও জায়গা পাননি।


আরো পড়ুন

শ্রীলঙ্কার ওয়ানডে দলে নেই হাসারাঙ্গা

২১ আগস্ট ২৫
বাংলাদেশ সিরিজে পাওয়া ইনজুরিতে কপাল পুড়ল ওয়ানিন্দু হাসারাঙ্গার, ফাইল ফটো

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ৭ সেপ্টেম্বর। ঠিক এর পরদিনই (৯ সেপ্টেম্বর) শুরু হচ্ছে আট দলের এশিয়া কাপ। ফলে এশিয়া কাপে হাসারাঙ্গার খেলা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কেননা জুলাইয়ের পর থেকে আর কোনো পর্যায়ের ক্রিকেটেই খেলেননি তিনি।


হাসারাঙ্গার অনুপস্থিতিতে শ্রীলঙ্কা স্পিন বিভাগে ভরসা রাখবে মাহিশ থিকশানা ও দুনিথ ওয়েলালাগের ওপর। এই দুজনকে রাখা হয়েছে টি-টোয়েন্টি সিরিজের ১৭ সদস্যের স্কোয়াডে। ওয়ানডে সিরিজে না থাকলেও দলে ফিরেছেন তরুণ পেসার মাথিশা পাথিরানা।


promotional_ad



আরো পড়ুন

টেলরকে ফিরিয়ে জিম্বাবুয়ের ওয়ানডে দল ঘোষণা

২৫ আগস্ট ২৫
জিম্বাবুয়ের জার্সিতে ব্রেন্ডন টেলর

এই সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্বে থাকবেন চারিথ আসালাঙ্কা। তিনি ওয়ানডে সিরিজেও অধিনায়কত্ব করবেন। স্কোয়াডে আছেন শ্রীলঙ্কার সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা ও দাসুন শানাকা।


শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে শুরু হবে ২৯ আগস্ট। টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে হারারেতে, ৩ সেপ্টেম্বর থেকে।


শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, বিশেন হালাম্বাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুশন হেমন্তা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা এবং মাথিশা পাথিরানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball